দুয়ারে বন্যা আসার মুখে।
নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টিতে ঘাটালে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘাটাল পুরসভা এলাকার ৯ নম্বর এবং ১০ নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তায় জল উঠেছে।।
এখনো পর্যন্ত মানুষ জল পেরিয়ে যাতায়াত করছেন।
তবে জল বেশি বাড়লে নৌকা কিংবা ডিঙি তে যাতায়াত করতে হবে।।
যাদের বাড়ি আরো ভেতরে তারা ডিঙি করে আসছেন।
১০ নম্বর ওয়ার্ডের গড়প্রতাপনগর, জয়নগর, সুদামবাটিসহ বিভিন্ন এলাকায় রাস্তায় জল উঠেছে।
বাকি ওয়ার্ডগুলিতে শাখা রাস্তায় জল উঠতে শুরু করেছে।
ঘাটাল পৌরসভা এলাকার ১২ টি ওয়ার্ড বন্যা কবলিত,তার মধ্যে ১১ টি ওয়ার্ডেই জল প্রবেশ করেছে।
তবে পরিস্থিতি এখনো উদ্বেগ জনক নয়।গড়প্রতাপ নগরে একটি পূজো মন্ডপ জলে ডুবতে বসেছে।সেখানে তৈরী এবারের থিম ডুবাই এর বুর্জ আল আরব।তবে শিল্পী জানান কাজ চলছে জল বাড়লেও মণ্ডপ তৈরী হবে।
জল খুব ধীরে বাড়ছে।
আমরা শোনাবো সাধারন মানুষ এবং পূজো কমিটির কর্মকতর্তারা কি বললেন।