Site icon Ghatal News

ঘাটালে কলেজ পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো

ঘাটাল নিউজ ডেস্ক, ২৮ সেপ্টেম্বর:

কলেজ পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো।

দীর্ঘ প্রায় দেড় বছর করোনা অতিমারি র জন্য কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।
পুজোর পরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য সচেষ্ট হয়েছে রাজ্য সরকার।
করোনা প্রতিরোধে মানুষকে বেশি সংখ্যায় ভ্যাকসিনেশনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে সরকারিভাবে।
স্নাতক স্তরের পড়ুয়াদের করণা প্রতিরোধে ভ্যাকসিন দেয়া শুরু হল।
ঘাটাল কলেজে আটাশে সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনেশন শুরু হলো চলবে ৩ অক্টোবর পর্যন্ত চন্দ্রকোনা কলেজে চলবে ১ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার এই ভ্যাকসিনেশন ক্যাম্প উদ্বোধন করেন মহকুমাশাসক সুমন বিশ্বাস, ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির  শিক্ষা  কর্মাধ্যক্ষ বিকাশ কর ,কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ লক্ষীকান্ত রায় । অাটাশে    সেপ্টেম্বর ঘাটাল কলেজে বিএ, বিকম, বিএসসির পঞ্চম সেমিস্টার এর অনার্সের ছাত্র ছাত্রীদের ভ্যাক্সিনেশন শুরু হয়েছে।
ভ্যাকসিন নেয়ার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
এই ব্যাপারে কলেজের অধ্যাপক এবং কর্মীরা সহযোগিতা করছেন।
ছাত্র-ছাত্রীরা জানালেন, তারা উৎসাহের সাথে ভ্যাকসিন নিচ্ছেন।

Ghatal News
Exit mobile version