Site icon Ghatal News

ঘাটাল কলেজের স্থায়ী অধ্যক্ষের নিয়োগ পত্র ইস্যু করলেন সাংসদ দেব

ঘাটাল নিউজ ডেস্ক, ৪ অক্টোবর : ঘাটাল কলেজের স্থায়ী অধ্যক্ষের নিয়োগ পত্র ইস্যু করলেন ঘাটাল কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব।

 

ঘাটাল কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হয়েছেন দেব।
তিনি সোমবার ঘাটালে বন্যা পরিদর্শনে আসেন।
এই দিন সাংসদ কলেজ সার্ভিস কমিশন এর চেয়ারম্যান কে ফোন করে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এর প্রিন্সিপালের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করলেন।
ঘাটাল কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এবং ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক গৌরীশংকর বাগ বলেন, সাংসদ আজকে প্রিন্সিপালের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছেন। পরবর্তীকালে তিনি মিটিং ডেকে সময়মতো প্রয়োজনীয় কাজ ।
এক সপ্তাহের মধ্যে ঘাটাল কলেজের নতুন প্রিন্সিপাল যোগদান করবেন বলে গৌরীশংকর বাবু বলেন।
নতুন প্রিন্সিপালের নাম মন্টু কুমার দাস, তিনি বর্তমানে গোয়ালতোড় কলেজ এর প্রিন্সিপ্যাল।
বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল যে কলেজের মিটিংয়ে ব্যস্ত দেবকে সব সময় নাও পাওয়া যেতে পারে। এই বিষয়ে গৌরী বাবু বলেন, সাংসদের একটা ফোন ই যথেষ্ট ।
কোনো সিদ্ধান্তের জন্য সই ওনার কাছ থেকে করিয়ে নিয়ে আসতে হবে।
দেবের উপস্থিতির থেকে ফোনের মূল্য বেশি বলে মনে করেন গৌরীশংকর বাবু।
কলেজের ভবিষ্যতের উন্নয়ন প্রসঙ্গে গৌরীশংকর বাবুর মতামত, স্থায়ী পদের অধ্যক্ষ নিয়োগের জন্য কলেজের উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি মনে করেন ,দেবের মতো ব্যক্তিত্ব যখন সভাপতি হয়েছেন, তখন কলেজের উন্নয়ন হবে এবং দেবের নামেই নাকি কাজ হবে।
সাংসদ সবসময় না এলেও চলবে, কারন দৈনন্দিন রিপোর্টের ভিত্তিতে উনি প্রয়োজনীয় কাজ করতে পারবেন বলে গৌরীশংকর বাবু মনে করেন।

Ghatal News
Exit mobile version