ঘাটাল চাউলি সার্বজনীন দূর্গোৎসব কমিটির এবছরের থিম অরন্যে উমা।১০ম বর্ষে পদার্পণ করলো।কমিটির এক সদস্য বলেন দিন দিন যেভাবে অরন্য থেকে গাছ কাটা হচ্ছে এবং অরন্য ফাকা করে দেওয়া হচ্ছে তার জন্য মা দূর্গা অরন্যে এসেছেন সেই সব দস্যুদের বধ করতে।
ঘাটালের চাউলির থিম অরণ্যে উমা
