ঘাটাল এঅারটিও অফিসে বিক্ষোভ, সরগরম রইল ঘাটাল

আমার ঘাটাল

ঘাটাল এঅারটিও অফিসে মহরিদের তুমুল বিক্ষোভে সরগরম রইল ঘাটাল ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর : ঘাটালে অাঞ্চলিক পরিবহন দপ্তরের অফিসে তুমুল বিক্ষোভে ফেটে পড়ল মহরি থেকে লাইসেন্সকারীরা। কাজ না হওয়াই এঅারটিও অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখাল। সপ্তাহে দুদিন এসেও কাজ ঠিকঠাক না করা এবং কিছু কাজ করে ফাইল পেন্ডিং রেখে চলে যাওয়া। অভিযোগ, সমস্ত কাজ হয়ে গেলেও এঅারটিও অফিসার অ্যাপ্রুভাল করার কাজটি নিজেই রেখে দিয়েছেন তার ফলে অ্যাপ্রুভ্যাল না হওয়ার ফলে লাইসেন্স থেকে রেজিস্ট্রেশন কিছুই পাছে না। অারও অভিযোগ সপ্তাহে দুদিন অাসছেন একদিন করে কাজ করেন বলে অভিযোগ। ট্রাক, বাস ও ৪ চাকা গাড়ির র‍্যাজিস্ট্রেশন ২০ ও ৩০ দিন দেরি করছেন। গাড়ি বসে থাকলে ক্ষতির মুখে পড়ছে মালিকরা বলে অভিযোগ গাড়ি মালিকদের। ড্রাইভিং লাইসেন্স দু তিন মাস পরেও লাইসেন্স পাছে না। টেকনিক্যাল অফিসার থাকা সর্তেও তাদেরকে অ্যাপ্রুভাল করার ক্ষমতা দিছেন না অতিরিক্ত টাকা নিজে নেবে বলে এমনটাই অভিযোগ করছেন মহরিরা। অফিসারের কাছে কিছু জানতে গেলে হেনস্থা করা হছে। অাজকেও কাজ হছে না কেন জানতে গেলে বয়স্ক একজনকে চরম হেনস্থা করলে তারপর বিক্ষোভ দেখাতে থাকেন মহরি থেকে লাইসেন্স করতে অাসা মানুষরা। এঅারটিও অাধিকারীক অভিজিৎ চক্রবর্তী জানান, অামার করার কিছু নেই। অামি মহকুমা শাসককে জানাছি এই বিষয়টা।

Ghatal News

Leave a Reply