Site icon Ghatal News

ঘাটালে ২ টি পৃথক ঘটনায় মৃত ৩

ঘাটাল নিউজ ডেস্ক,  ৭ মে : ঘাটালে ২ টি পৃথক ঘটনায় মৃত ৩
মৃতদেহ সৎকার সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথে দুর্ঘটনায় মৃত দুই, আহত হয়েছেন ৪ জন।
৬ জন যাত্রী সমেত পুকুরে ডুবল যাত্রীবাহী উবের গাড়ি।

স্থানীয়রা দ্রুত জলে নেমে তাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করে। শনিবার এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা কামালপুরে। সূত্রের খবর, মাসির মৃত্যুসংবাদে কলকাতার বেলেঘাটার বাসিন্দা নিমাই মালিক তাঁর পরিবারের ৪ সদস্যকে নিয়ে আসছিলেন দাসপুরের কামালপুরের বাগবেরা গ্রামে। মাসির মৃতদেহ সৎকার করে এদিন বিকালে ঐ গাড়িতে বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা।
সূত্রের খবর, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামেরই পুকুরে গিয়ে পড়ে।
দুর্ঘটনার খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় মানুষজন।
ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ।
ডুবন্ত গাড়ি থেকে ৬জনকে বের করা হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৫ বছর বয়সী নিমাই মালিকের।
বাকি ৫ জনকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়।
সেখানে মৃত্যু হয় ৩৪ বছর বয়সী ঝুমা কোটাল নামে আরো এক মহিলার।
তিনি হুগলির বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলে চালক।
ঘটনায় একদিকে এলাকায় শোকের ছায়া এবং চাঞ্চল্য।
এদিকে গাছ কাটতে গিয়ে ঘাটালের ভাগীরথপুরের বাসিন্দা ইসা হকের মৃত্যু হল।পরিবারের তরফে জানানো হয়। তিনি গাছ কাটার কাজ করতেন। আজ শনিবার তিনি জামিরা গ্রামে চিত্ত ঘোড়ই নামে এক ব্যক্তির বাড়ির গাছ কাটতে গিয়েছিলেন।সকালে গাছে কাটা হলে বাড়ি আসেন বিকেলে ফের গিয়েছিলেন।তিনি একাই গিয়েছিলেন।হঠাৎ করে একটি গাছ তার মাথায় পড়ে। এরপর তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।পরিবারে নেমে আসে শোকের ছায়া।

Ghatal News
Exit mobile version