ঝুমি নদীর জলে ঘাটালে বন্যা দেখা দিয়েছে

আমার ঘাটাল

ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ুর প্রভাবে কয়েক দিনের বৃষ্টির জেরে ঘাটালে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ঘাটালের মন্সুকা নদীর জলের তোড়ে ভেঙে গিয়েছে লোহার সাঁকো।দীর্ঘ গ্রাম সহ পাশাপাশি গ্রামগুলি প্লাবিত হয়েছে।
শুক্রবার ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ঘাটাল মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়।
তিনি বলেন, প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত আছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য।
ঘাটালের বিডিও সঞ্জীব দাস বলেন ,এনডিআরএফ প্রস্তুত আছে কোন গর্ভবতী মহিলাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। এছাড়াও গ্রাম পঞ্চায়েত কে ত্রিপল এবং চাল দেওয়া হয়েছে ত্রাণের জন্য। প্রয়োজনে রান্না করা খাদ্য সামগ্রী দেওয়া হতে পারে। ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রস্তুত আছে, পরিস্থিতি মোকাবিলা করার জন্য। এখনো পর্যন্ত ত্রাণশিবিরে কাউকে নিয়ে যাওয়া ভির প্রয়োজন হয়নি। এখনো পর্যন্ত নদীতে যে আসলো তার জন্য নৌকো দেয়া সম্ভব হয়নি বলে বিডিও বলেন।
ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি বলেন, আমরা চেষ্টা করছিআর্ত মানুষকে কি করে বাঁচানো যায় এবং তার সাথে কিভাবে বাঁধ রক্ষা করা যায়। বিকেলের দিকে আমরা ভুটভুটি দেব আটকে পড়া মানুষজনকে নিয়ে আসার জন্য ।এর আগেও বন্যা হয়েছে কিন্তু ঝুমি নদী এভাবে ফুলে-ফেঁপে ওঠে নি বলে দীলিপবাবু বলেন।

Ghatal News