ঘাটালের ১২ নং ওয়ার্ডে গ্যাস সিলিন্ডারে কম গ্যাস থাকা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

আমার ঘাটাল

ঘাটাল নিশ্চিন্তপুর দুধেরবাঁধ এলাকায় গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভ

গ্যাস সমেত গ্যাস সিলিন্ডারের ওজন কম হওয়ায় ১২ নং ওয়ার্ডের বাসিন্দারা গ্যাস সরবরাহকারী কর্মীদের অাটকে রাখল। অভিযোগ প্রায় অনেকদিন ধরে গ্যাসের সিলিন্ডারে কম গ্যাস দিচ্ছিল ঘাটাল ইন্ডেনের গ্যাস সরবরাহ কর্মীরা। অাজকে তাদের হাতে নাতে ওজন করে ধরে ফেলে। তাদের অভিযোগ গত সপ্তাহে সিলিন্ডারে সন্দেহ হয় এবং ওজন করে দেখে কম।তাই আজ তারা আগেই তৈরী হয়েছিল। তারা ওজন করার জন্য মেশিন রেখেছিল গ্যাস সরবরাহ করলে তারা তা ওজন করেন এবং কম দেখে গ্যাস সরবরাহ কর্মীদের আটকে বিক্ষোভ দেখায়।প্রায় ঘন্টা দুয়েক বাদে ঘাটাল থানার পুলিশ যান এবং সিলিন্ডারগুলি ওজন করে দেখেন কম।তারপর তারা যাদের সিলিন্ডার ওজন কম তাদের কাছে অভিযোগ নেন আর সেই সিলিন্ডার গুলি নিয়ে যান।আর বলেন যাদের সিলিন্ডার প্রয়োজন তারা ওজন অনুযায়ী মুল্য দিয়ে সিলিন্ডার নিয়ে যেতে পারেন। ঘাটাল ইন্ডেনের এক কর্মী বলেন কিভাবে ঘটনাটা ঘটলো কিছুই বুঝতে পারছিনা।ঘটনাটি অনুসন্ধান করে দেখতে হবে। গ্যাসের সিলিন্ডারের ওজনে কম হওয়া ঘাটালের গড়প্রতাপ নগরের বাসিন্দারা গ্যাস সরবরাহকারী কর্মীদের অাটকে রাখল। অভিযোগ প্রায় অনেকদিন ধরে গ্যাসের সিলিন্ডারে কম গ্যাস দিছিল। অাজকে হাতে নাতে ওজন করে ধরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত শুরু করেছে

Ghatal News

Leave a Reply