গনগনিতে পিকনিকে গিয়ে বাস দূর্ঘটনায় মৃত্যু ঘটল ঘাটালের যুবকের

আমার ঘাটাল

ঘাটাল,পশ্চিম মেদিনীপুর ৪ নভেম্বর :
পথ দুর্ঘটনার কবলে পড়ল ঘাটাল থেকে যাওয়া পর্যটক বোঝাই একটি বাস। আজ বিকেল ৫টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সংলগ্ন আমলাগোড়াতে একটি পর্যটক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। ঘাটাল থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মারুতি ইউনিয়নের যুবকরা গড়বেতা গনগনিতে পিকনিক করতে গিয়েছিলো। গনগনি থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, বাসটি নিয়ন্ত্রন হারিয়ে অামলাগোড়া মোড় এবং রসকুন্ডু মোড়ের কাছে পাওয়ার স্টেশনের সামনে গাছে ধাক্কা মারে। এই ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে। কয়েকজনকে ভর্তি করা হয়েছে গড়বেতা হাসপাতালে। বাকি ১৫ জনকে স্থানান্তর করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। মেদিনীপুর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায় নাম শঙ্কর দাস, বাড়ি ঘাটালের কুশপাতা গ্রামে। বাকি ১৪ জন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসাধীন। এই দিন দুর্ঘটনার খবর পেয়ে ছুটে মেদিনীপুর হাসপাতাল এ আছেন । পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সদস্য শ‍্যাম পাত্র, মেদিনীপুর শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, গোপাল সাহা প্রমুখ, আহতরা প্রত্যেককে তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি র সদস্য বলে জানা গিয়েছে। এই দিন হাসপাতালে তৃণমূলের শহর সভাপতি জানান, ঘাটাল থেকে আইএনটিটিইউসি ট্যাক্সি ইউনিয়নের সদস্যরা তারা পিকনিক করতে গিয়েছিল আসার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিশ্বনাথ পান্ডব বলেন আমরা আহতদের পাশে আছি তাদের হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা সবকিছু দেখ ভাল করছি। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর বাসটিকে সন্ধ‍্যেতে ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

Ghatal News

Leave a Reply