Site icon Ghatal News

ভারত সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঘাটালে পালিত হল গান্ধী জয়ন্তী

রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এবং সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং, ভারত সরকার এর বিশেষ সহযোগিতায় ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাহি সেবা কর্মসূচি নেওয়া হয়েছে ঘাটাল কলেজে।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে এনসিসি এবং এন এস এস ইউনিট পরিবেশ পরিছন্নতা র শপথ নেয়।
ওই ইউনিটের ছাত্রছাত্রীরা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে।
এদিনের কর্মসূচি উদ্বোধন করেন প্রফেসর তপন কুমার দে, ডিন ফ্যাকাল্টি কাউন্সিল ফর পোস্ট গ্রাজুয়েট স্টাডিস ইন আর্স এন্ড কমার্স, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মন্টু কুমার দাস , কলেজ গভর্নিং বডির সদস্য তথা ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরী শংকর বাগ সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষা কর্মীরা।
মহকুমা শাসক মহাত্মা গান্ধীর ওপর লেখা স্বরচিত কবিতা পাঠ করেন এবং মহাত্মা গান্ধীর জীবন আদর্শ সম্বন্ধে বলেন।
পোস্টার তৈরি, প্রবন্ধ রচনা, রিল তৈরি , তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হবে।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু সচেতনতা বার্তা দেয়া হয়।
ডেঙ্গু মশা সেজে এই বার্তা দেন কলেজের বিএ জেনারেল পঞ্চম সেমিস্টারের ছাত্রী সুপ্রিয়া পাল।

Ghatal News
Exit mobile version