প্রায় ৪০০ বছরের পুরানো বাজারবুড়ী শীতলা পূজো। ঘাটালের অন্যান্য শীতলা পূজোর মতো এটিও অন্যতম।এই পূজোতে বাজনা বাদ্যি তো আছেই তাছাড়া প্রায় ১০১ টি ঢাক থাকে।শীতলা পূজোর মূল আকর্ষন চলমান মঞ্চে নাটক প্রদর্শন।প্রায় ৫ টি জায়গায় দাঁড়িয়ে এই হাস্যকৌতুক নাটক প্রদর্শন করা হয়।পূজোর আগের দিন অর্কেস্ট্রা আয়োজন করেন পূজো কমিটি।দূর দুরান্ত থেকেও প্রচুর মানুষ এই পূজো দেখতে ভীড় জমায়।
৪০০ বছরের পুরানো বাজারবুড়ী শীতলা পূজোয় মাতল শহর
