Site icon Ghatal News

জাল সিম কার্ড অাটক অভিযানে নেমে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে গ্রেপ্তার ১

জেলায় অপরাধ রুখতে এবার জাল সিম আটক অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

পশ্চিম মেদিনীপুর :- জেলায় অপরাধ রুখতে এবার জাল সিম আটক অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মেদিনীপুর কোতওয়ালী থানা বিশেষ সুত্রে খবর পেয়ে জাল সিম আটক অভিযানে নেমে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া থেকে ৩টি সক্রিয় ও ২৫ টি নন এক্টিভ সিম ও ১টি মোবাইল ফোন এবং বেশকিছু জনের পরিচয়পত্রের জেরক্স কপি বাজেয়াপ্ত করলো পুলিশ। একই সাথে বাণ্টি চৌধুরী নামে এক জাল সিম বিক্রেতাকে গ্রেপ্তার করলো কোতওয়ালী পুলিশ। আজ এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। পুলিশ সুপার জানান, বিভিন্ন ধরনের অপরাধে এই ধরনের ভুয়ো সিম কার্ড ব্যবহার হয় এবং এগুলো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। এই ক্ষেত্রে সিম কার্ড বিক্রেতারা এক ব্যক্তির পরিচয়পত্রের ভিত্তিতে একাধিক সিম কার্ড সক্রিয় করে ফেলে এবং সেই সক্রিয় সিমকার্ড চড়া দামে অন্য কাউকে বিক্রি করে। পুলিশ সুপার বলেন, এই ধরনের সিম শুধু জেলা নয় আন্তর্জাতিক স্তরেও অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। তাই জেলা পুলিশ ভুয়ো সিম কার্ড বাজেয়াপ্ত করার অভিযান ধারাবাহিক ভাবে চালিয়ে যাবে। যাতে পশ্চিম মেদিনীপুর জেলায় একটিও ভুয়ো সিম কার্ড কেউ যেন বিক্রি না করতে পারে, সেই চেষ্টাই করবে জেলা পুলিশ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন IC কোতওয়ালী পার্থপ্রতীম পাল সহ অন্যান্য পুলিশ কর্তারা।

Ghatal News
Exit mobile version