উত্তেজিত জনতা বেলদা স্টেশনে ভাঙচুর, অাগুন লাগানো হল বাইকে

মেদিনীপুর- ঝাড়গ্রাম

বেলদা স্টেশনে ভাঙচুর, অাগুন লাগানো হল বাইকে ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক, ২৪ সেপ্টেম্বর : রেল রোকো অবরোধের মাঝেই যাত্রী বিক্ষোভের মুখে বেলদা রেলওয়ে আধিকারিকরা । রেল অবরোধের কারণে সোমবার সকাল আটটা থেকে দাঁড়িয়ে পড়ে ওড়িশাগামী ট্রেন। দাঁড়িয়ে থাকে মালগাড়ি । ট্রেন বাতিলের ঘোষনা হওয়ার সাথে সাথে রেলের তরফে কোন পরিষেবা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন রেলের যাত্রীরা । এর মধ্যেই পরীক্ষার্থী থেকে শুরু করে দুরপাল্লার ট্রেনের হাজারের ও বেশী যাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মুখে পড়তে হয় স্টেশন ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের । রেল স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে। স্টেশন ম্যানেজার কে মারধর সহ স্টেশনে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। দশ দফা দাবীতে অাদিবাসী সংগঠনের ডাকা অনির্দিষ্ট কাল ধর্মঘট চলছে। রেল ও বাস পরিষেবা বিপর্যস্ত। সমস্যায় হাজার হাজার মানুষ।

Ghatal News

Leave a Reply