Site icon Ghatal News

ঘাটাল কলেজের প্রাক্তন অধ্যাপক প্রনব হড়ের জীবনাবসান

ঘাটাল নিউজ ডেস্ক ,১৮ জুন : ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক প্রনব হড়ের জীবনাবসান। বয়স ৭৬।কলকাতায় অাজ শনিবার সকাল ১০ টা ৩৫ মিনিটে মারা যান।কয়েকমাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।প্রনব বাবু ভাগ্না চন্দন ভট্টাচার্য জানান, সলটেক সিটি মেডিকেল সেন্টারে বৃহস্পতিবার থেকে ভর্তি ছিলেন ।ফুসফুসে খাবার চলে যাওয়াই সমস্যা সৃষ্টি হয়, লিভারের সমস্যাও গ্রাস করেছিল। প্রনব হড় জাতীয় কংগ্রেসের জেলার সহ সভাপতি ছিলেন ,ঘাটাল টাউন কংগ্রেসের সভাপতিও ছিলেন একসময়। ঘাটাল বসন্ত কুমারী গার্লস স্কুলের সভাপতি পদের দায়িত্বও দক্ষতার সাথে পালন করেগেছেন।প্রনব হড়ের মৃত্যুতে শোকের ছায়া ছাত্র ছাত্রী থেকে শিক্ষক মহলে।

Ghatal News
Exit mobile version