Site icon Ghatal News

চন্দ্রকোনায় দূর্গা পূজার কমিটির সাথে মিটিং থানার

ঘাটাল ননিউজ ওয়েব ডেস্ক, ৩০ সেপ্টেম্বর : গতকাল চন্দ্রকোনা থানা এলাকার দূর্গাপূজা কমিটিদের নিয়ে একটি মিটিং করা হয় চন্দ্রকোনা থানার পক্ষ থেকে। কি ভাবে পূজোর দিনগুলি চলতে হবে এবং অাইন শৃঙ্খলা বজায় রাখতে হবে তাঁর গাইড লাইন দেওয়া হয়। এই মিটিংটি চন্দ্রকোনা পৌরসভার হলে আয়োজন করে চন্দ্রকোনা থানা। এই সভায় উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার পুলিশ অফিসার কল্যান সরকার,চন্দ্রকোনা থানার ওসি সুদীপ ঘোষাল,রামজীবনপুর ফাঁড়ির অফিসার ইন চার্জ কৌশিক রায়, ক্ষীরপাই ফাঁড়ির অফিসার ইন চার্জ শ্যামল নন্দী ও সমস্ত পূজা কমিটির সদ্স্যরা। চন্দ্রকোনা থানার ওসি সুদীপ ঘোষাল পূজো কমিটি গুলির উদ্যেশ্যে বলেন, নিয়ম মেনে মাইক বাজাতে হবে। পর্যাপ্ত স্বেছাসেবক রাখতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। দর্শনার্থীদের প্রতিমা ও মন্ডপ দেখার যাতে কোন সমস্যা না হয় তাঁর দিকে লক্ষ্য রাখতে হবে। থানা থেকে সিভিক ও পুলিশ থাকবে।
ঘাটাল মহকুমার এসডিপিও কল্যাণ সরকার বলেন প্রতিটি পূজা কমিটিকে নিয়ম মেনে পূজো করতে হবে। কোনো বিপত্তি দেখলে সাথে সাথে থানায় জানাতে হবে।মাইকগুলিও কন্ট্রোলে রাখতে হবে।যাতে কোনো দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে।

Ghatal News
Exit mobile version