Site icon Ghatal News

শসা কাঁচা লঙ্কা মুড়ি ভোগ দেওয়া হয় দুর্গাকে

ঘাটাল নিউজ ডেস্ক, ১১ অক্টোবর   :  জাড়া চৌধুরী পরিবারের দূর্গা পূজো ২৫০ বছরে পদার্পণ করল করোনা অাবগে সাংস্কৃতিক বন্ধ থাকছে, এই পূজোর প্রতিষ্ঠাতা কুশল চৌধুরী। জানা যায়
সিংহবাহিনী মায়ের স্বপ্নাদেশে এই পূজো শুরু করেন চৌধুরী পরিবার এর পূর্বপুরুষ কুশল চৌধুরী ।
স্বপ্নাদেশে মা বলেছিলেন কিছু না পারলে তালপাতার ঘর করে পুজো করবি, আমার কিছুই চাই না কাচা লঙ্কা শসা মুড়ি দিয়ে পুজো করলেই হবে, এতেই আমি সন্তুষ্ট হবো। আর সেই কথা মেনে মেনে আসছে বংশ পরম্পরায় চৌধুরী পরিবার এর পূর্বপুরুষেরা। তাই নবমীর দিন শসা কাঁচা লঙ্কা মুড়ি ভোগ দেওয়া হয় মা দুর্গাকে। এমনটাই জানালেন চৌধুরী পরিবারের সদস্যরা।

৪ র্থ বংশধরেরা বংশপরম্পরায় এই পূজো করে চলেছেন। গোবিন্দ চৌধুরী, মনোরঞ্জন চৌধুরী, রবীন্দ্র সরকার, শম্ভু চৌধুরী, উমাশংকর চৌধুরী
পুজো চালিয়ে যাচ্ছেন।
পুজোর সময় পরিবারের সমস্ত সদস্য দূর-দূরান্তে যে যেখানেই থাকুক সকলেই বাড়ি আসেন এবং সকলে মিলে আনন্দ উৎসবে মেতে ওঠেন পুজোর কটা দিন। এই বছরের পুজো আড়াইশো বছর পূর্ণ হওয়ার অনুষ্ঠান ওরে পুজো করার চিন্তাভাবনা করেছিলেন কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়নি তবে আগামী বছর যদি সব স্বাভাবিক হয় তাহলে তারা আগামী বছর আনুষ্ঠানিকভাবে পুজো ও অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানিয়েছেন।

Ghatal News
Exit mobile version