বিদ্যালয়ে নেই পানীয় জল,দূর থেকে বালতী করে জল বইছে পড়ুয়ারা !

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক,১৪ সেপ্টেম্বর : বিদ্যালয়ে পানীয় জল নেই, তাই অগত্যা কেউ বালতি কেউ থালা কেউ জলের বোতল নিয়ে জলের জন্য রাস্তায়। গ্রামের এক প্রান্তে রয়েছে সাবমার্শিবল কল সেখানেই ছুটছেন। এমনইই এক চিত্র ধরা পড়ল গোয়ালতোড়ের কিয়ামাচা উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, গত দুই মাস যাবৎ বিদ্যালয়ের জলের পাম্প টি বিকল হয়ে পড়ে রয়েছে। প্রশাসন কে বার বার জানিয়েও কোনো কাজের কাজ হয়নি। তাই বাধ্য হয়েই পড়ুয়ারা জলের জন্য ছুটছে গ্রামের সাবমার্শিবল পাম্পে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পড়িয়া বলেন, আমরা বার বার জানিয়েছি প্রশাসনিক বিভিন্ন স্তরে। কিন্তু কাজ হয়নি। তাই শৌচালয়ে বড়ো বড়ো ড্রাম রেখেছি, ছাত্রীরা বাইরে থেকে জল এনে তাতে ভর্তি করে, খাবার জল বা মিড ডে মিল রান্নার জল ব্যবহৃত হয়। মিড ডে মিল খাওয়ার পর থালা বোতল নিয়ে ছাত্রছাত্রীরা গ্রামের পাম্পে যায়। এই ভাবে চলতে থাকলে হয়তো এবার মিড ডে মিল বন্ধ করে দিতে হবে। কারন রান্নীরা বলে দিয়েছে এই ভাবে দিনের পর দিন দূর থেকে জল এনে রান্না করা যাবে না।

Ghatal News

Leave a Reply