Site icon Ghatal News

বন্যা মোকাবিলা, ডেঙ্গু প্রতিরোধ নিয়ে মিটিং জেলাশাসকের

বন্যা মোকাবিলা, ডেঙ্গু প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ঘাটালে এলেন জেলাশাসক।

২০ জুলাই, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশিদ আলী কাদরী ঘাটাল মহকুমাশাসক দপ্তরে বীরসিংহ উন্নয়ন পর্ষদ, ডেঙ্গু প্রতিরোধ এবং বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয়ে মিটিং করলেন।।

ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলার সি এম ও এইচ ডঃ সৌম্য সংকর সারেঙ্গী, এডিএম পিনাকী রঞ্জন প্রধান, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ,ঘাটাল হাসপাতাল সুপার এবং এসিএমও এইচ ডঃ সুব্রত দে সহ পাঁচ টি ব্লকের বিডিও এবং পুর প্রধানরা।

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামের ২১ টি প্রস্তাবিত উন্নয়নের জন্য ১১.২ কোটি টাকার যে প্রস্তাব ছিল তা অনুমোদন হয়েছে বলে জেলাশাসক জানান।
কাজ শীঘ্র শুরু হবে এবং দু-তিন মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।।

ডেঙ্গু প্রতিরোধে ভেক্টর কন্ট্রোল নিয়ে জেলাশাসক বিস্তারিত খোঁজখবর নিয়েছেন বলেও জানান।
পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত গুলির ভেক্টর কন্ট্রোল টিম কিভাবে কাজ করছে তা বিস্তারিত জানতে চান।

এখনো পর্যন্ত ছ টি ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, তাদের চিকিৎসা চলছে।

তিনি বলেন, গত বছর দাসপুর দুই ব্লকে ডেঙ্গু আক্রান্ত বেশি ছিল ।এই বছর কমানো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
বন্যা নিয়ন্ত্রণ এর জন্য দুর্বল বাঁধগুলি চিহ্নিতকরণ এর বিষয়ে আলোচনা হয়েছে মিটিংয়ে।

বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং নৌকার মাঝিদের দের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

মহকুমা শাসক দপ্তরে মিটিং শেষে ঘাটাল হাসপাতালে গিয়ে রোগীদের সাথে কথা বলেন , নার্স ও ডাক্তারদের নিয়ে মিটিং করেন।

Ghatal News
Exit mobile version