ঘাটালে বন্যার জন্য আগাম সর্তকতা, হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন করা হবে

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ  ডেস্ক , ৩১ মার্চ :  ঘাটালে বন্যার জন্য আগাম সর্তকতা নেয়া হবে। হাসপাতালের পরিকাঠামো সহ পরিবেশের আরো উন্নতি করা হবে। ঘাটাল কলেজের পঠন পাঠনের মান বাড়ানো হবে।
৩১ শে মার্চ ঘাটালে ঝটিকা সফরে এসে এরকমই এক গুচ্ছ প্রতিশ্রুতি দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব।
ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল, ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।
এই দিন সাংসদ অভিনেতার ঠাসা কর্মসূচি ছিল।
দেব বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি র পরিকাঠামোগত উন্নয়নের বৈঠক করেন।
এর পর হরি সিং পুরে র পার্ক পরিদর্শন করেন ,এরপরে ঘাটাল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় গভর্নিং বডির বৈঠক করেন।
সাংসদ বলেন ,ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা লোকসভায় বারবার বলা সত্ত্বেও দিল্লির কানে পৌঁছে না, নিজেদের লড়াই নিজেদের করতে হবে।
ঘাটাল যেহেতু বন্যা প্রবণ এলাকা তাই আগাম ব্যবস্থা নিতে হবে ,বন্যার সাথে মোকাবিলা করার জন্য।
এ বিষয়ে জেলাশাসক রশ্মি কমল বলেন ,শহরে জল ঢুকলে যাতে দ্রুত বের করে দেয়া যায় সেজন্য তিনটি পাম্পের ব্যবস্থা করা হবে।
বন্যার জল থাকাকালীন বিদ্যুৎ ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়ে জোর দিয়েছেন সাংসদ।
বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির মিটিংয়ে ,ইতিমধ্যে বীর সিংহে কি কি কাজ হয়েছে সেই বিষয়ে পর্যালোচনা হয় এবং আগামী দিনে কি কি উন্নয়ন হবে তা নিয়ে বৈঠক হয়।
হরি সিংপুরের পার্ক পরিদর্শন করার পর সাংসদ বলেন, পার্ক সাজিয়ে তোলার জন্য জন্য ব্যবস্থা নেয়া হবে।
ঘাটাল মহকুমা সুপারস্পেশালিটি হাসপাতালে যে যে বিভাগে এখনো পর্যন্ত পরিকাঠামোগত অভাব আছে সেগুলিকে ঢেলে সাজানো হবে ।যেমন সিটি স্ক্যান সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আনার বিষয়ে আলোচনা হবে বলে সাংসদ জানালেন।
চিকিৎসার পাশাপাশি হাসপাতালে পরিবেশগত মান যাতে আরো ভালো হয়, সেই বিষয়ে আলোচনা হবে বলে তিনি জানান।
ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এর সামগ্রিক উন্নয়নের জন্য গভর্নিং বডির মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।

Ghatal News