Site icon Ghatal News

পশ্চিমবঙ্গে পরিবর্তন আনুন পঞ্চায়েত স্তরেঃ দিলীপ ঘোষ

ঘাটাল নিউজ ডেস্ক , ২৭ জুনঃ প্রকৃত উন্নয়নের জন্য পঞ্চায়েতে পরিবর্তনের ডাক দিলেন দিলীপ ঘোষ।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ
দাসপুরে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নির্বাচনী সমাবেশে এসেছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে হলে বিজেপির প্রয়োজন পশ্চিমবঙ্গে।
তাই এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন আনুন পঞ্চায়েত স্তরে।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের যোজনা নাম বদলিয়ে চালাচ্ছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের টাকা নিজেরা আত্মসাৎ করছে।
আবাস যোজনার টাকা তৃণমূলের নেতারা কাজে না লাগিয়ে নিজেরা আত্মসাৎ করেছে।
তৃণমূলের নেতারা আগে দু টাকা কেজি রেশনের চাল খেতেন, এখন তারা বিরিয়ানি খান।
তারা এখন তিনতলা পাকা বাড়ি করেছে।।
স্বচ্ছ পঞ্চায়েত প্রশাসনের জন্য তিনি বিজেপিকে ভোট দেয়ার কথা বলেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামার সময় যে চোট পেয়েছেন তাকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
দাসপুরে যশাড় ব্রিজ উদ্বোধন করা নিয়ে তিনি বলেন কেন ওই পোল তৈরি করতে ১২ বছর সময় লাগলো?
এদিন দলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস, নেতৃত্ব কালীপদ সেনগুপ্ত সহ প্রার্থীরা অন্যান্য নেতৃত্ব ছিলেন।তার কথা শুনতে বৃষ্টি মাথায় নিয়ে প্রচুর কর্মীরাও এসেছিলেন

Ghatal News
Exit mobile version