দুস্থ ছাত্রীর অাবেদন, কলেজে ভর্তি করালেন সাংসদ দেব

দেশ-বিদেশ

দুস্থ ছাত্রীর পাশে দাঁড়ালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব। ওই ছাত্রীর বাবা প্রতিবন্ধী এবং মা পরিচারিকার কাজ করেন ।বাড়িতে অভাব ।কলেজে ভর্তি হওয়ার টাকা পর্যন্ত নেই ।সাংসদ দীপক অধিকারী না থাকলে পড়াশোনা বন্ধ হয়ে যেত জয়শ্রী রানার ।পাঁশকুড়া থানার কেশাপাট দক্ষিণ ময়নাডলে বাড়ি জয়শ্রীর । জয়শ্রীর বাবার নাম অম্বর নাথ রানা এবং মায়ের নাম উমা রানা জয়শ্রীএই বছর খুকুড়দহ হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন ।তারপরে পাঁশকুড়া কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন। কলেজের মেধা তালিকায় তার নাম থাকলেও ভর্তি হওয়ার মত অর্থ তাদের পরিবারে ছিল না। জয়শ্রী জানায় তিনি গ্রামের প্রধান এবং পাঁশকুড়া কলেজের একজন দিদির সাথে যোগাযোগ করেন । তারপর ছাত্র নেতা দীগন্ত অালম ও সৈয়দ মিলু সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়াকে বিষয়টি জানালে সাংসদের সাথে জয়শ্রীর অর্থনৈতিক অবস্থার বিষয়ে কথা বলেন সীতেশ ধাড়া। এগিয়ে আসেন দেব। তিনি ওই ছাত্রীর কলেজে ভর্তি টাকা পাঠিয়ে দেন এবং ছাত্রীকে আশ্বাস দেন ভবিষ্যতে কোনো সহায়তার প্রয়োজন হলে তিনি অবশ্যই করবেন।
জয়শ্রী বলেন সাংসদ না থাকলে আমার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যেত
বাবা প্রতিবন্ধি এবং অসুস্থ ।আর্থিক সামর্থ্ ছিল না কলেজে ভর্তি হওয়ার মত। এই বিষয়টি মাননীয় দীপক অধিকারী জানার পরই বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি এগিয়ে এসেছেন এবং কথা দিয়েছেন প্রয়োজনে তিনি আবার সহায়তা করবেন। এর ফলে আমি পড়াশোনা করতে পারব এবং আরো বেশী করে এগিয়ে যাওয়ার উৎসাহ পেলাম। সংসদ দীপক অধিকারীর মানবিকতার পরিচয় এর আগেও বহুবার পাওয়া গিয়েছে। দুস্থ ছাত্র-ছাত্রীদের সহায়তা করা থেকে সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানো সবকিছুতেই তিনি বহুবার এগিয়ে এসেছেন ,যা আগের সাংসদরা কোনদিন করেননি।

Ghatal News