অাতসবাজি পোড়াতে না দেওয়াই অাত্মঘাতী দাসপুর স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

আমার ঘাটাল

অাতসবাজি না পোড়াতে দেওয়াই অাত্মঘাতী দাসপুর স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দাসপুর, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর : অাতসবাজি পোড়াতে না দেওয়াই বিষ খেয়ে অাত্মঘাতী হলেন এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ সূত্রে জানা যায়, দাসপুর থানার বলিহারপুর গ্রামের বাসিন্দা সুস্মিতা পোড়ে এবছর দাসপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। গতকাল রাতে বাড়িতে অাতসবাজি না দেওয়াই বিষ খেয়ে নেই, রাত ১১.৪৫ নাগাদ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টা ৪০ মিনিটে মৃত্যু ঘটে দাসপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনার পর অাজ সকাল থেকে গ্রামে শোকের ছায়া নেমে অাসে। মৃতার খুড়তুতো দাদা মৃন্ময় পোড়ে জানান, অাতসবাজি পোড়ানো নিয়ে সুস্মিতা এবং তাঁর ভাই এর মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর সামনে পরীক্ষা থাকাই পড়াশুনা ক্ষতির জন্য সুস্মিতার মা বকাবকি করে সুস্মিতাকে কিন্তু তারপরও ভাল ভাবে খাওয়া দাওয়া করে নেয়। এরপর এরকম ভাবে যে বিষ খেয়ে নেবে বুঝতে পারে নি বাড়ির লোক। একটু সামান্য ঘটনার জন্য বোন চলে যাবে ভাবতেই পারছিনা। সামনেই ভাইফোটা কে ফোঁটা দেবে?

Ghatal News

Leave a Reply