Site icon Ghatal News

দাসপুরের হাটসরবেড়িয়া স্কুলে অক্সিজেন পার্লারের উদ্বোধন

করোণা রোগী এবং তাদের পরিবার পরিজনদের সহায়তা করার জন্য এগিয়ে এসেছে বহু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান।
এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিল অ্যাডভান্সড সোসাইটি ফর হেড মাস্টার্স এন্ড হেড মিস্ট্রেস এবং মুক্তি নামে একটি সংস্থা। সহায়তায় আছে হাটসরবেড়িয়া হাইস্কুল।
৭ জুন সোমবার ওই সংস্থাগুলির যৌথ উদ্যোগে অক্সিজেন পার্লারের উদ্বোধন হলো। উদ্বোধন করেন বিধায়ক মমতা ভূইয়া। এছাড়াও ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক। দাসপুর ১ ব্লকের বিডিও বিকাশ নস্কর। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মাইতি,ডঃ মধূসূূদন ভৌমিক প্রমুখ।হাটসরবেড়িয়া স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক জানালেন, অক্সিজেন পার্লারের প্রধান উদ্দেশ্য গ্রামীণ এলাকায় প্রত্যন্ত প্রান্তে যাতে কোন করণা রোগী অক্সিজেনের অভাবে প্রাণসংশয় না হয়। শুধু অক্সিজেন নয় করোনা রোগীদের বিনা পয়সায় ওষুধ দেয়া হবে। যাদের রক্তে অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে সেই সব রোগীদের স্থিতিশীল করাও অক্সিজেন পার্লার খোলার অন্যতম উদ্দেশ্য।

Ghatal News
Exit mobile version