দাসপুরের ঠাকুর দেখার রুট ম্যাপ

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

দাসপুর থানার বিগ বাজেট পূজো গুলি দেখতে যাবার জন্য গাইড লাইন জেনে নিন। দাসপুর থানার বিগ বাজেট পূজো সোনাখালি চাঁইপাট দেখতে যেতে হলে সুলতাননগর হয়ে সোনাখালি চাঁইপাট যেতে হবে ওয়ান ওয়ে রাস্তায়। মাঝে পার্কিং জোন থাকবে সেখানে গাড়ি রেখে ঠাকুর ও মন্ডপ দেখতে যেতে হবে। ঐ রাস্তা দিয়ে ফেরা যাবে না। ফেরার জন্য চাঁইপাট থেকে উত্তরে চাঁইপাট কলেজের পাশ দিয়ে বৈকন্ঠপুর এবং দক্ষিনে ফরিদপুর তেতুলতলা জোতঘনশ্যাম হয়ে গৌরায় উঠা যাবে অন্যদিকে সোনাখালি ঠাকুর দেখে ফিরতে চাইলে সোনাখালি বাজার দিয়ে দক্ষিন দিক দিয়ে অাজুরিয়া বাংলোর দিকে একটি রাস্তা থাকছে। রাস্তায় টহলদারী পুলিশ থাকছে। ৪ টি কন্ট্রোল রুম থাকছে। দাসপুর বাজার, সোনাখালি, চাঁইপাট, পাঁচবেড়িয়া। কন্ট্রোলরুমে খাবার জল, মেডিকেল টিম, বাচ্চাদের অাইকার্ড দেওয়ার ব্যবস্থা, অতিরিক্ত পুলিশ ফোর্স থাকছে। পাঁচবেড়িয়া পূজো মন্ডপে বিশেষ নজরদারী থাকছে পুলিশের। দ্রোন ক্যামেরায় নজরদারী করবে দাসপুর থানার পুলিশ। বেলতলা দিয়ে খাটবাড়ুই ও রাধাকান্তপুর ঠাকুর দেখতে যেতে পারবেন। দাসপুর থানা সূত্রে জানা গেছে।

Ghatal News

Leave a Reply