সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য, সম্বর্ধনা দাসপুর ১ পঞ্চায়েত সমিতি থেকে

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক,  ৩ নভেম্বর :   NEET 2021 এ অসামান্য সাফল্য ছেলের।
সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ১১০২ স্থানাধিকারী এবং EWS স্থানাধিকারী ১০১ দাসপুর থানার সোনাখালীর শুভম ঘোষ কে ৩রা নভেম্বর বুধবার সম্বর্ধনা দিলেন দাসপুর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক।
দাসপুর ১ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৈয়দ মিলু,ব্লক সভাপতি সৌগত রায় সহ ছাত্র ইউনিট শুভম কে শুভেচ্ছা জানিয়ে এলেন।
অভাব-অনটনের সংসার। বাবা জব কার্ড এর কাজ করেন, সামান্য কিছু জমি আছে।
ছেলেকে দামি কোচিং সেন্টারে পড়ানো র সাধ্য নেই।
নিজের চেষ্টা এবং মেধা র জোরে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা তথা নিট এ সাফল্য পেল সোনাখালীর শুভম ঘোষ। শুভ ম কলোড়া হাই স্কুলের ছাত্র।
শুভম এর বাবা দিলীপ ঘোষ এবং মা চিনা দেবী জানান, ছেলে নিজের চেষ্টাতেই এই সাফল্য পেয়েছে।
মেধা আর চেষ্টা থাকলে দারিদ্র্যের মত প্রতিকূলতাকে জয় করা যায় তার প্রমান করলো শুভম।

Ghatal News