রাজ্যে লোকসঙ্গীতে পুরস্কার পেল দাসপুরের হাটসরবেড়িয়া বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষানিকেতন

আমার ঘাটাল

পশ্চিমবঙ্গ সরকারের তরফে চলতি মাসের ২৯-৩০ তারিখ দুই দিন ধরে রাজ্যের লোকসঙ্গীত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে তৃতীয় স্থান দখল করলো দাসপুর থানার হাট সরবেরিয়া বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন৷ কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে প্রতিযোগিতার অাসর বসেছিল ৷ বিভিন্ন জেলা থেকে টোটাল ২৩টি স্কুল অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়৷ রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুরে প্রথম হয় দাসপুরের হাট সরবেরিয়া স্কুলের আট জন ছাত্রছাত্রী। মালা হাজরা, অনিমেষ সিং, সোমরা চাতার, গৌর মান্না,প্রিয়া মান্না, সংযুক্তা মাইতি, স্বর্ণালী মাইতি, অনন্যা শাসমল, রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় ঝুমুরগান পরিবেশন করা হয় এবং ঢোল, মৃদঙ্গ, ধামসা, মাদল ও পরিবেশন করে ছাত্র ছাত্রীরা। উপস্থিত বিচারকদের বিচারে শেষ বেলায় তৃতীয় স্থান হিসাবে দাসপুর থানার হাট সরবেড়িয়াকে মনোনিত করা হয়। এই সাফল্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র ছাত্রীরা খুশি। ছাত্র ছাত্রীদের দাবী ধারাবাহিক প্রচেষ্টার ফল৷ স্কুলের বন্ধুরা ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ না থাকলে এই সাফল্য অধারা থাকতো৷
স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক জানান,
এই সাফল্য রাজ্যে স্কুলের মুখ উজ্জ্বল করেছে৷ আমরা খুবই খুশি৷ আমরা ছাত্রছাত্রীদের প্রশিক্ষনের ব্যবস্থা করেছিলাম৷ পরিচালন সমিতি ও অভিভাবকরা সবরকম দিক থেকে সহায়তা করেছেন৷ আগামী দিনে ছাত্রছাত্রীরা অারও স্কুলের মুখ উজ্জ্বল করবে এবং এই ভাবেই এগিয়ে যাবে।

Ghatal News

Leave a Reply