Site icon Ghatal News

দাসপুরের চেঁচুয়াহাটে শহীদবেদীতে মাল্যদান জাতীয় কংগ্রেসের

ঘাটাল নিউজ ডেস্ক ঃঃ ১৯৩০ সালে মহাত্মা গান্ধীর ডাকে লবণ আইন আন্দোলন দেশজুড়ে চলছে। আন্দোলন কারীদের প্রতি ব্রিটিশ পুলিশ নির্মম আচরণ শুরু করে।
রূপনারায়ন নদের ধারে শ্যামগঞ্জে দেশীয় পদ্ধতিতে লবণ তৈরি শুরু করেন আন্দোলনকারীরা। এই আন্দোলনকে ভাঙতে পুলিশ ব্যাপক অত্যাচার শুরু করে। ১৯৩০ সালের ৬ জুন দাসপুর থানার চেঁঢুয়াহাটে পুলিশের গুলিতে ১৪জন শহীদ হন।
১৯৩০ সালের ওই দিন টিকে স্মরণ করলো ভারতের জাতীয় কংগ্রেস।

জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান এবং বক্তব্য রাখার মাধ্যমে দিনটি পালিত হয় ।ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা জগন্নাথ গোস্বামী, ডক্টর রেবতী মোহন পাত্র অংশুমান মাজি সহ অন্যান্যরা।
বক্তারা দিনটির গুরুত্ব আলোচনা করে শহীদ বেদী সংস্কারের দাবি জানিয়েছেন।

Ghatal News
Exit mobile version