Site icon Ghatal News

আগুনের লেলিহান শিখায় দাসপুরে ভস্মীভূত ধূপ কারখানা

বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘাটালের একটি ধুপ কারখানায়।
দাসপুর থানার অন্তর্গত রসিকগঞ্জে অবস্থিত ওই ধুপ কারখানায় আগুন লাগে মঙ্গলবার রাত প্রায় একটা নাগাদ।
ওই কারখানার নাইট গার্ড প্রথম আগুন দেখেন। কারখানার মধ্যে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে
দমকলে খবর দেয়া হয়। অভিযোগ দমকল প্রায় দেড় ঘন্টা পরে ঘটনাস্থলে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঘাটাল মহকুমার এস ডি ও সুমন বিশ্বাস, দাসপুর ১ ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া সহ অন্যান্য আধিকারিকরা।
দাসপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন।
এসডিও সুমন বাবু কাজ হারিয়ে ফেলা শ্রমিকদের আশ্বাস দিয়েছেন।
কারখানার মধ্যে বিভিন্ন দাহ্য রাসায়নিক পদার্থ, সাবান তেল ছিল।
বেশ কয়েকটি গাড়ি ছিল কারখানার মধ্যে।

বুধবার দুপুর পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে।
এদিকে ওই কারখানার ভেতরে এবং বাইরে সবমিলিয়ে প্রায় হাজার চারেক শ্রমিক কারখানার সাথে যুক্ত।
কাজ হারিয়ে ফেলায় তারা কূলকিনারা পাচ্ছে না।
সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়াবে বলে অনুমান।
কি কারনে আগুন লাগলো তা এখনো জানা যায় নি তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান।
তবেএর পেছনে নাশকতা থাকতে পারে বলেও অনুমান।
বুধবার দুপুর পর্যন্ত ঘটনাস্থলে ধোঁয়া উঠতে দেখা যায়।
ঘটনাস্থলে আসেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরী।
তিনি কারখানার মালিক রাজকুমার দাস এর সাথে দেখা করেন।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
বলে জেলা শাসক বলেন।

Ghatal News
Exit mobile version