Site icon Ghatal News

দাসপুরে সিপিএমের প্রার্থীকে নিয়ে টানাটানি, পুলিশের সাথে ধস্তাধস্তি

দাসপুরে সিপিআইএম প্রার্থীকে নিয়ে সিপিআইএম কর্মী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি।
জোর করে মনোনয়ন তোলানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

দাসপুর থানা এলাকার নিজ নারাজোল গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর আসনের সিপিআইএম প্রার্থী সুষমা সাউ কে জোর করে নমিনেশন প্রত্যাহার করতে নিয়ে আসে তৃণমূল বলে সিপিএমের
অভিযোগ
সি পি আই এম নেতৃত্বরা ঘটনাস্থলে এসে এই ঘটনার প্রতিবাদ করেন। তাদের দলের প্রার্থীকে সিপিআইএম পার্টি অফিসে নিয়ে যেতে চায় কিন্তু অভিযোগ তৃণমূল এবং পুলিশ তা নিয়ে যেতে বাধা দেয়।
পুলিশের সাথে রীতিমতো সিপিআইএম নেতৃত্বদের ধস্তাধস্তি শুরু হয়।
প্রবল উত্তেজনার সৃষ্টি হয়।
সিপিআইএম নেতা ও জেলা কমিটির সদস্য গুনধর বোস বলেন ,মানুষ যখন তৃণমূল বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছেন, এই বাতাবরণ যখন দ্রুত প্রসারিত হচ্ছে তখনই তৃণমূল এবং তার দলদাস পুলিশ নেক্কার জনক ঘটনাগুলি ঘটাচ্ছেন।জোর করে সিপিএমের প্রার্থীকে তোলার চেষ্টা করেছে।আমরা কথা বলতে গেলে পুলিশ মারধর করে।
এদিকে তৃণমূল নেতা কৌশিক কুলভী বলেন এই ধরনের ঘটনার সাথে তৃণমূল কর্মীরা, যুক্ত নয় বলে বলেন।

Ghatal News
Exit mobile version