দাসপুরে দেওয়াল চাপা পড়ে দুই গর্ভবতী মহিলার মৃত্যু

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ডেস্ক ঃঃ

দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই গর্ভবতী মহিলার। ঘটনা দাসপুর থানার রাজনগর পশ্চিম এলাকার।
দুই গর্ভবতী মহিলার নাম খুশি দোলুই বয়স ২১, এবং লীলা দোলুই বয়স ২৩।
সোমবার দুপুরে বৃষ্টির সময়, খুশি এবং লীলা রান্নাঘরে রান্নার কাজ করছিলেন। দুপুর দু টো পঁয়তাল্লিশ নাগাদ পাশে রঞ্জিত বরদলই এবং অজিত বরদলই এর ভগ্ন বাড়ির একটি ৩০ থেকে ৩৫ ফুট উঁচু দেওয়াল হুরমুড়িয়ে ভেঙে পড়ে রান্না বাড়ির উপর। ভেঙেপড়া দেওয়ালের নিচে
চাপা পড়ে যায় খুশি এবং লীলা। স্থানীয় মানুষজন ছুটে আসেন।
বেশ কিছুক্ষণের চেষ্টায় খুশি এবং লীলাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু ততক্ষণে সব শেষ ।চিকিৎসকরা ওই দুই গর্ভবতী মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই ঘটনায় শুধু দুটি প্রাণ নয় মৃত্যু হল চারটি প্রাণের। খুশি এবং লীলার বিয়ে হয়েছিল এক বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজিত বর্ দলই এবং রঞ্জিত বরদলই নামে দুই ভাই এর বাড়ি, শম্ভুনাথ এবং সুদর্শন দলুই দের বাড়ির পাশেই।
বরদলুই ভাইদের বাড়িটি প্রায় ৫০ বছরের পুরোনো বলে স্থানীয় মানুষজন জানিয়েছেন। অজিতবাবু বেশ কয়েক বছর আগে রাজনগর বাজারে পাকা বাড়ি করে চলে গেছেন, কিন্তু অজিতবাবুর বাড়িটি দীর্ঘ বছর ধরে ভগ্নপ্রায় অবস্থায় ছিল।
এলাকার বাসিন্দারা বারবার বাড়িটিকে সারাতে বললেও , তা কর্ণপাত করেননি অজিতবাবু।
বর্ষার মরসুমে বৃষ্টির জলে ভগ্নপ্রায় বাড়িটি অবস্থা আরো দুর্বল হতে থাকে।
শেষমেষ সোমবার বাড়ির দেওয়াল ভেঙে পড়ল।
এই ঘটনায় প্রথম স্তম্ভিত হয়ে যায় গোটা এলাকা ।
কিন্তু তারপরেই ক্ষোভে ফুঁসে উঠে এলাকার মানুষজন ।কারণ দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করলেও অজিত বাবু বিপদজনক এবং ভগ্নপ্রায় বাড়িটি সরানোর কোন পদক্ষেপ নেননি ।
এই ঘটনার পর প্রায় হাজার দুয়েক মানুষ ওই এলাকায় জমায়েত হন এবং ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ।
দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকাবাসী জানিয়েছেন আইনত এর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।

Ghatal News