দাসপুরে জরাজীর্ণ বাঁশের সেতু দিয়ে নিত্য যাতায়াত, বিপদের আশঙ্কায় বাসিন্দারা।

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল ওয়েব নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : দাসপুর ব্লকের জ্যোতঘনশ্যাম গ্রামের ঘুনির ঘাট সংলগ্ন বাঁশের সেতুটি বেশ কয়েক মাস ধরে জীর্ণ অবস্থায় পড়ে আছে। যেকোনো সময় সেতু ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে!
প্রশাসনের কোনো হেল দোল নেই বললেই চলে। এর আগে সেতুটি যতবার ভেঙেছে ততবার বাঁশ দিয়ে মেরামত করা হয়েছে। ওপর থেকে দেখে বোঝার উপায় নেই সেতুটি বাঁশের না কাঠের।
প্রায় ৪ থেক ৫ টি গ্রামের মানুষের নিত্য যাতায়াতের জন্য বিশেষ গুরুত্ব রয়েছে এই সেতুর কিন্তু প্রশাসনে বারবার জানানো সত্বেও কোনো লাভ হয়নি বলে দাবী এলাকাবাসীর।
দীর্ঘদিন যাতায়াতের দুর্ভোগের কারণে, এলাকাবাসী পাকা সেতুর দাবী করে অাসছেন। কোন দূর্ঘটনা ঘটলে তাঁর দায় কে নেবে এই প্রশ্নের কোন উত্তর নেই!

Ghatal News

Leave a Reply