Site icon Ghatal News

সাইবার ক্রাইম নিয়ে ঘাটাল কলেজে সাইবার সচেতনতা শিবির

সাইবার ক্রাইম বেড়ে চলেছে। হ্যাকাররা এখন যথেষ্ট সক্রিয়।

সাধারণ মানুষ যাতে সাইবার ক্রাইম নিয়ে সচেতন হন ,সেই জন্য ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়,  এন সি সি বিভাগের সহযোগিতা এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সাইবার ক্রাইম বিষয় আলোচনা সভা হলো।
সাইবার ক্রাইম কিভাবে হয় সেই সম্বন্ধে জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার শ্রী কৃষ্ণ গোপাল মিনার নেতৃত্বে জেলার সাইবার ক্রাইম থানার আধিকারিক সাব ইন্সপেক্টর প্রাত্যয়া দাস, নিলেন্দু দাস সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করেন।
ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হ্যাকারদের থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে সেই বিষয়ে আধিকারিকরা বিস্তারিত বলেন।

সাইবার প্রতারণার ক্ষেত্রে ১০৯৩ নাম্বারে ফোন করে জনসাধারণ অভিযোগ জানাতে পারেন বলে আধিকারিকরা বলেন।

সাইবারক্রাইম সংক্রান্ত বিষয় সাইবার থানা মানুষকে সব সময় সাহায্য করতে তৈরি।
উল্লেখ্য, এই বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি জেলার সাইবার ক্রাইম থানা বিভিন্ন সময় করে থাকে। অাজকের এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন ঘাটাল কলেজের অধ্যক্ষ মন্টু কুমার দাস।
এছড়াও উপস্থিত ছিলেন ঘাটাল থানার ওসি
দেবাংশু ভৌমিক ,এস  আই কৌশিক সেন ,মহাবিদ্যালয়ের অধ্যক্ষ-  মন্টু কুমার দাস ,এনসিসি ANO -কৌশিক প্রামাণিক ,অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ,এনসিসি ক্যাডেটস,এন এস এস এর ছাত্র-ছাত্রী ও মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

Ghatal News
Exit mobile version