দেশের কোথাও নেই এই রাজ্যের মতো প্রকল্প :  মমতা

মেদিনীপুর- ঝাড়গ্রাম

দেশের কোথাও নেই এই রাজ্যের মতো প্রকল্প :  মমতা

ঝাড়্গ্রাম 26 নভেম্বর

কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ও সবুজ সাথী সহ ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার যে সুযোগ সুবিধা দিয়ে থাকে তা কোন রাজ্যে নেই বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়l সোমবার জঙ্গলমহল সফরের প্রথম দিন তিনি ঝাড়গ্রাম জেলার কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয় এর মাঠে আয়োজিত প্রশাসনিক  সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মানুষের উন্নয়নের জন্য  রাস্তাঘাট পানীয় জল ঘরবাড়ি সব কিছুই  করা হয়েছে l গরিব মানুষদের জন্য 25 লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে l আগামী দিনে আরো 15 লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে  l মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বেকার সমস্যা সমাধানের জন্য এই সরকার যথেষ্ঠ সহানুভূতিশীল l এ পর্যন্ত 40 লক্ষ্য বেকারের কর্মসংস্থান করা হয়েছে lগ্রামের গরিব মানুষদের জন্য দু টাকা কেজি দরে চালের ব্যবস্থা করা হয়েছে l ছাত্র ছাত্রীদের জন্য কন্যাশ্রী রুপশ্রী সবুজ সাথী প্রকল্প করে দেওয়া হয়েছেl গ্রামের বেকার ছেলেদের সিভিক ভলেন্টিয়ার এর চাকুরীতে নিয়োগ করা হয়েছেl এই সরকার প্রতিনিয়ত মানুষের পরিষেবার কথা চিন্তা করে l আজ এই সভা থেকে 10 হাজার মানুষের হাতে পরিষেবা তুলে দেওয়া হয়েছেl মুখ্যমন্ত্রী বলেন এক সময় এই জঙ্গলমহলে শান্তি ছিল না l প্রতিনিয়ত মানুষ খুনের ঘটনা ঘটে থাকতো lএই সরকার আসার পর থেকে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে l জঙ্গলমহলের উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প নেওয়া হয়েছে l প্রথমে এখানকার মানুষের ক্ষুধা দূর করার জন্য সমস্ত গরিব মানুষকে দু টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার l 1992 সালে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম জোড়াম থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলাম l সেই সময় জঙ্গলমহলের অনেক মানুষকে পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতে দেখেছি l এই সরকার আসার পর সেই কালো দিন মুছে ফেলা হয়েছেl এখন মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় lকোন কোন সময় নিন্দুকেরা বলেন জঙ্গলমহলের মানুষ খেতে পায়না lআমি তা বিশ্বাস করি না কারণ জঙ্গলমহলের প্রতিটি মানুষ মাসে 11 কিলো করে চাল পান l জঙ্গল মহলে যারা কেন্দু পাতা সংগ্রহ করে থাকেন এই সরকার তাদের জন্য একটি প্রকল্প নিয়েছে l কেন্দু পাতা সংগ্রহকারীরা 60 বছর পর সরকারি নিয়মে পেনশন পাবেন l জঙ্গলমহলের শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের জন্য এই সরকার আই টি আই হাই স্কুল অসংখ্য প্রাথমিক বিদ্যালয় চালু করেছেl মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে বলেন গতবার বেলপাহাড়ি তে জনসভা করে ফেরার পথে 70 বছরের এক বৃদ্ধা তাকে অভিযোগ করেন তিনি কিছু পাচ্ছেন না l তাকে জিজ্ঞাসা করি আপনি দুই টাকা কেজি চাল পান ? আপনি বাড়ি পেয়েছেন ? উত্তরে বৃদ্ধা জানান হ্যা পেয়েছিl তাহলে আপনার অভিযোগ কি ? তখন তিনি জানান আমি কন্যাশ্রী কেন পাইনি l এই সমস্ত মানুষদের ভুল বোঝানো হচ্ছে l রাতের অন্ধকারে কিছু মানুষ মাথায় পট্টি বেঁধে এইসব গ্রামে এসে মানুষকে ভুল বোঝাচ্ছে l মুখ্যমন্ত্রী বলেন এই সমস্ত বহিরাগত মানুষদের থেকে সবাই দূরে থাকুন l এদের চিহ্নিত করুন l মুখ্যমন্ত্রী বলেন কিছু কিছু ক্ষেত্রে মানুষের অভিযোগ থাকতেই পারে কিন্তু সেটা স্থানীয় স্তরে  ভুল কাজের জন্য অনেক সময় হয়ে থাকেl এজন্য সরকার কে সব সময় দায়ী করবেন নাl সরকারকে ভুল বুঝবেন না l তিনি জানান প্রশাসনের সর্বস্তরে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর l মানুষের ভালো করার l এদিন সভায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন পাশের রাজ্য ঝাড়খন্ডে অশুভ শক্তি অশান্তি লাগিয়ে রেখেছেl এখানে যে অশান্তি ছিল তা দূর করে শান্তি ফেরানো হয়েছে lআপনারা তাদের আর জঙ্গলমহল কে অশান্ত করতে দেবেন নাl

Ghatal News

Leave a Reply