সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠনপাঠনের দাবীতে গেটে তালা লাগিয়ে চন্দ্রকোনা
কলেজে ঘেরাও ভারত জাকাত মাঝি পারগনা মহলের।এদিন সকাল ১০ টা থেকে শুরু হয় কলেজ ঘেরাও,সংগঠনের বহু নেতা কর্মী উপস্থিত হয় ঘেরাও কর্মীসূচীতে।আগেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলো সংগঠনের তরফে,প্রশাসনকেও এবিষয়ে জানানো হয়।এদিন সকাল থেকেই কলেজ চত্বরে মতায়েন করা হয় প্রচুর পুলিশ।কতৃপক্ষের তরফে লিখিত কোনও প্রতিশ্রুতি না মিললে অনির্দিষ্ট কাল চলবে ঘেরাও কর্মসূচী।কলেজের পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয়েছে সংগঠনের তরফে।কলেজ মুখে হয়েও ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের।এসময় কলেজে ভর্তির মরসুম কলেজ ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে সমস্যায় পড়ুয়ারা।অলচিকি লিপিতে পঠনপাঠনের দাবীতে গেটে তালা লাগিয়ে চন্দ্রকোনায় বিক্ষোভ

kolkata,IN
thunderstorm with rain
25
°
C
25
°
25
°
94 %
4.6kmh
90 %
Thu
28
°
Fri
33
°
Sat
33
°
Sun
31
°
Mon
31
°