Site icon Ghatal News

ছোটদের মোবাইল না দিয়ে গল্পের বই দিন

মোবাইল নয় ছোটদের গল্পের বই উপহার দিন : সৌমেন মহাপাত্র পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারী : ঘাটালে ১৭ তম জেলা বইমেলা উদ্বোধন করতে এসে সেচমন্ত্রী বলেন ছোটদের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন। তিনি অারও বলেন পাঠক পাঠিকাদের কাছে একটাই অাবেদন অাপনাদের বই সম্বন্ধে যে অাগ্রহ অাছে সেই অাগ্রহ পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠ দিতে হবে। অতি অল্প বয়সে ছোট ছেলেদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়ার প্রবনতা অাছে অভিভাবকদের, মোবাইল না ধরিয়ে তাদের হাতে গল্পের বই দেওয়ার কথা বলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। অারও জানান, মোবাইল একটা সময়ের পর দিন। বিঞ্জান উন্নতি হছে উন্নতির ক্ষেত্রে ভাল দিকটা শেখান খারাপ দিকটা বর্জন করতে শেখান। অার এই শিক্ষা দিতে হবে যুব সমাজকে। ছাত্র ছাত্রী ও যুব সমাজকে বলব প্রকৃত জিনিসের ব্যবহার শুরু করুন। যতদিন পৃথিবী থাকবে মানব সম্পদ থাকবে বুদ্ধিমত্তা থাকবে বই এর প্রভাব চাহিদা সমাজে থাকবে থাকবেই। এর অাগে একটি সুসজ্জিত র‍্যালী ঘাটাল শহর পরিক্রমা করে। বইমেলার পতাকা উত্তোলন করেন জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি। এরপর সেচমন্ত্রী ১৭ তম মেলা হওয়াই ১৭ টি ঘন্টা বাজিয়ে বইমেলার শুভ সূচনা করেন। ঘাটালের বিধায়ক শংকর দোলই বলেন, গতবার ঘাটালের বইমপলায় ৭০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এবার ১ কোটি টাকা ছাড়াবে বলে অাশা করছেন। অাজকের এই জেলা বইমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জেলাপরিষদ, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, শ্যাম পাত্র, মামনি মান্ডি, জারিনা ইয়াসমিন, জেলা পরিষদের উপাধ্যক্ষ তপন দত্ত, বিধায়ক শংকর দোলই, মমতা ভূঞা, মহকুমা শাসক পিনাকী রঞ্জন প্রধান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি, ঘাটাল পৌরসভার চেয়্যারম্যান বিভাস ঘোষ, চন্দ্রকোনা পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ, শিক্ষক সুজিত ব্যানার্জী, বিকাশ কর, শৈবাল ঘোষ প্রমুখ।

Ghatal News
Exit mobile version