ঘাটালের বিবেকানন্দ মোড়ে ড্রাইভিং লাইসেন্স চেকিং মহকুমাশাসকের

আমার ঘাটাল

ঘাটাল নিউজ ডেস্ক, ২৯ অাগস্ট ঃ গাড়ি চালালেই সাথে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স।
ঘাটালের বিবেকানন্দ মোড় এ ড্রাইভিং লাইসেন্স চেকিং এর অভিযান চলছে। অভিযানে আছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ অন্যান্য পুলিশকর্মীরা। পাঁশকুড়া চন্দ্রকোনা রাজ্য সড়কে মোটর সাইকেল, স্কুটি, চারচাকাসহ সমস্ত গাড়ির ক্ষেত্রেই দেখে নেওয়া হচ্ছে চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। লাইসেন্স হয়নি অথচ গাড়ি নিয়ে বেরিয়েছেন এরকম ব্যক্তিদের মহকুমার শাসক তাদের নির্দেশ দেন যে, সাইবারক্যাফে লাইসেন্সের আবেদন করার এবং সেই আবেদন করার কপি দেখে তবেই গাড়িচালকদের ছাড়া হচ্ছে। এই বিষয়ে মহকুমাশাসক বলেন ঘাটাল মহকুমার তিনটি থানার উদ্যোগে এই চেকিং চলছে। তিনি বলেন 18 বছরের উর্ধ্বে সমস্ত মানুষ যেন লাইসেন্স নিয়ে গাড়ি চালায়। এর ব্যতিক্রম ঘটলে তিনি সেই অভিযোগ জানাতে বলেন এবং পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বলেন তিনি। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক এই বিষয়ে বলেন, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা যেন তাড়াতাড়ি আবেদন করে এবং লাইসেন্স নিয়ে যেন গাড়ি চালান, এর ফলে অ্যাক্সিডেন্ট কিছুটা কমবে বলে তিনি বলেন। এবং এই অভিযান লাগাতার চলবে বলেও তিনি জানান।

 

 

 

 

Ghatal News