ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড কলেজ মোড় নাম পরিবর্তন হল

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

দীর্ঘ প্রতীক্ষার পর পরিবর্তন হলো ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডের। গত কয়েক মাস ধরেই ঘাটাল পৌরসভা এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন অবশেষে আজ পৌরসভার উদ্যোগে একটি নাগরিক কনভেনশানের আয়োজন করা হয়। অাজ ঘাটাল রাজীব গান্ধী পৌর নিলয়ে ঘাটাল পৌরসভা সব ধরনের মানুষকে এখানে আমন্ত্রণ জানান। ব্যবসাদার কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শিক্ষক ও রাজনৈতিক দলের প্রতিনিধি। উপস্থিত হয়েছিলেন ঘাটালের ঘাটালের বিধায়ক শঙ্কর দোলুই, ঘাটালের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলিপ মাজি, ঘাটাল পৌরসভার পৌরপ্রধান বিভাগ ঘোষ এবং ঘাটাল পৌরসভার কাউন্সিলরগণ ও সমস্ত স্তরের মানুষ আলোচনায় সবাই সবার ব্যক্তিগত মতামত জানান সবাইকে বলার সুযোগ দেওয়া হয় সবার কথা শোনার পর সবার মতামত নিয়ে পরিবর্তন করা হয় ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডের নাম। নাম রাখা হয় ঘাটাল কলেজ মোড়। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত ছিল কেউ বলেছেন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি নাম অনুসারে ক্ষুদিরাম মোড় অাবার কেউ বলেছেন নতুন ঘড়ি টাওয়ার এর নাম অনুসারে ঘড়ি মোড়, আবার কেউ বলেছেন ঘাটাল বিদ্যাসাগর ফুটবল ময়দান এর নাম অনুসারে ময়দান রাখা হোক সবার মতামত নেওয়ার পর রাখা হল ঘাটাল কলেজ মোড় কারণ বাস স্টপেজের খুব কাছেই ঘাটাল কলেজ সেই কলেজের নাম অনুসারে রাখা হল ঘাটাল কলেজ মোড়।

Ghatal News

Leave a Reply