চন্দ্রকোনার কুঁয়াপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আমার ঘাটাল রাজনীতি

সৌরভ পাল, ঘাটাল নিউজ, ২৫ মে : চন্দ্রকোনার কুঁয়াপুরে তৃনমুলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কুমারেশ রায়, অামাদের ভারত, মেদিনীপুর, ২৫ মে : চন্দ্রকোনার কুঁয়াপুরে তৃনমুলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। লোকসভার ফল ঘোষণার পরই অশান্তির খবর অাসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। অাজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বড়বালা গ্রামের বিজেপির কর্মীরা পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হয়।তৃনমুলের পঞ্চায়েত প্রধান সহ তিনটি বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমুলের পঞ্চায়েত প্রধান শঙ্কর ঘোষ, তৃনমুলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা মিতালী ঘোষ ও তৃনমুল সমর্থক সজল ঘোষের বাড়িতে ভাঙ্গচুর করে বিজেপি এমনই অভিযোগ করেছে তৃনমুলের। বড়বালা গ্রামে পাশাপাশি ওই তিনটি বাড়িতে লাঠিসোঁটা নিয়ে বিজেপির শতখানেক কর্মী সমর্থক হামলা চালায় এমনটাই অভিযোগ করেন ওই অঞ্চলের তৃনমুল প্রধান শঙ্কর ঘোষ। ফল বেরনোর পরই উত্তেজনা ছিলো চন্দ্রকোনার ৪ নং কুঁয়াপুর পঞ্চায়েত এলাকায়। এই অঞ্চলে লোকসভা নির্বাচনে ভালো ফল করে বিজেপি। আর এরজেরেই তৃনমুলের নেতা কর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে বিজেপি এমনই অভিযোগ বাড়িতে হামলা হওয়া তৃনমুল নেতা কর্মীদের।এদিন সকালে বড়বালাগ্রামে প্রথমে প্রধানের বাড়িতে ঢুকে ভাঙ্গচুর করা হয় টিউবওয়েল, অাসবাবপত্র, জলের ট্যাপগুলি। সেই সময় বাড়িতে সকলেই ছিলেন। বুঝতে পেরে ভিতরের দরজা বন্ধ আতঙ্কে লুকিয়ে ছিলেন প্রধান সহ পরিবারের সদস্যরা। বাড়ির বাইরে বেরোলে প্রাননাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।বাইরে থেকে ছোঁড়া হয় বড়বড় ইঁট। এরপরই পাশাপাশি আরও দুটি বাড়িতে ঢুকে ভাঙ্গচুর করা হয়। যদিও ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে এলাকায় পৌঁছয় চন্দ্রকোনা থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও থমথমে এলাকা।ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। অভিযুক্তদের খোঁজে পুলিশ। বিজেপি এই ঘটনা অস্বীকার করে জানিয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের ফল।

Ghatal News