Site icon Ghatal News

চন্দ্রকোনায় সারমেয়দের কামড়ে অাক্রান্ত ৩০

ফের সারমেয়দের আক্রমনে অতিষ্ট তিনটি গ্রাম।ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ৩ নং বসনছড়া গ্রাম পঞ্চায়েতের কালাকড়ি,গোপালপুর,বড় আকনা গ্রামের।গতকাল সন্ধ্যা থেকে একটি কুকুর রীতিমতো তান্ডব চালাচ্ছে এই সব গ্রামগুলিতে।আর এই সারমেয়র আক্রমনে ইতিমধ্য তিনটি গ্রামের প্রায় ৩০ জন আক্রান্ত।আক্রান্তদের মধ্যে শিশু ও স্কুল পড়ুয়া আছে।বাদ যায়নি বড়রাও।সারমেয় গ্রামে ঢুকে অতর্কিতে আক্রমন করে শিশু থেকে বয়স্ক সকলকেই।আহতদের অধিকাংশের পায়ে গভীর ক্ষত।চিকিৎসা চলছে বাড়িতে চলছে সারমেয় কামড়ের ইঞ্জেকশন।বাড়ি থেকে একা বেরোতেই ভয় পাচ্ছে ছোট থেকে বড় সকলেই।গতকাল সন্ধেই আহতদের চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।আজ সকালেও হাসপাতালে আসে বেশকয়েকজন।এদের আজ ঔষধ ও ইঞ্জেকশন দেওয়া হয় হাসপাতালে।যদিও ওই কুকুরটিকে গ্রামের কয়েকজন পিটিয়ে মেরে ফেলে বলে জানাযায় আতঙ্কে।তবুও গ্রামগুলিতে এখনও আতঙ্ক কাটেনি।মাস দুয়েক আগেই এই গ্রামগুলি সহ পার্শবর্তী ব্লকের কয়েকটি গ্রামে এই সারমেয়দের দাপটে অতিষ্ট হয়ে উঠেছিলো গ্রামের মানুষ।সেবারেও দশ জনের মতো গুরুতর আহত হয়েছিলো।ফের সারমেয়র আক্রমনে রীতিমতো ক্ষুব্ধ ও আতঙ্কিত গ্রামের মানুষ।ঘটনার কথা স্বীকার করেছেন চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালের বিএমওএইচ তথা ব্লক মেডিক্যাল অফিসার ডঃ গোপাল চন্দ্র দে।আহতদের উপযুক্ত চিকিৎসার আশ্বাস দিয়েছেন তিনি।

Ghatal News
Exit mobile version