চন্দ্রকোনায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীর নির্দলে মনোনয়ন জমা

আমার ঘাটাল রাজনীতি

চন্দ্রকোনায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীর নির্দলে মনোনয়ন জমা করল, তিনি জানান নতুনরা দলে যোগ দিয়ে প্রার্থী করা হচ্ছে।তাই নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলাম। মানুষ পাশে অাছে। সুধীর অাড়ি অাজ মনোনয়ন পত্র ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে ডিএমডিসি অর্জুন পালের হাতে মনোনয়ন জমা দেন।

2021 রাজ্য বিধানসভা নির্বাচনে ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা আসনে, ঘাটাল দাসপুর চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা 14 জন। ঘাটাল চন্দ্রকোনা বিধানসভা পাঁচজন করে দাসপুরে ৪ জন করে বিধানসভাপ্রতিদ্বন্দ্বিতা করছে। 2021 ঘাটাল 231 বিধানসভা কেন্দ্রে শঙ্কর দলুই (তৃণমূল) কমল দলুই (সিপিএম) শীতল কপাট(বিজেপি) অঞ্জন জানা (এসইউসিঅাই), তপন দলুই (নির্দল).
চন্দ্রকোনা ২৩২ বিধানসভা কেন্দ্রে শিবরাম দাস (বিজেপি), অরুপ ধাড়া (তৃণমূল), অক্ষয় খাঁন (এসইউসিঅাই), গৌরাঙ্গ সরকার (অাইএসএফ), সুধীর অাড়ি(নির্দল)
দাসপুর ২৩০ বিধানসভা অাসনে প্রশান্ত বেরা (বিজেপি), মমতা ভূইঞা (তৃণমূল), ধ্রুবশেখর মন্ডল (সিপিঅাইএম), জগদীশ মন্ডল অধিকারী (এসইউসিঅাই)

Ghatal News