Site icon Ghatal News

চন্দ্রকোনায় দূর্ঘটনায় নিহত ও অাহতদের পরিবারকে সরকারী সাহায্য তুলে দেওয়া হল

চন্দ্রকোনায় বাস দূর্ঘটনায় নিহত ও অাহতদের পরিবারকে সরকারী সাহায্য তুলে দেওয়া হল চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর : চন্দ্রকোনায় বাস দূর্ঘটনায় নিহত ও অাহতদের পরিবারকে সরকারী সাহায্য তুলে দেওয়া হল পরিবহন দপ্তরের পক্ষ থেকে। দূর্ঘটনার ৬ দিনের মধ্যেই মিলল সরকারী সাহায্য। উল্লেখ্য চন্দ্রকোনা টাউনের জয়ন্তীপুরের কাছে গত ২৬ ডিসেম্বর সকালে ঘটে যায় ভয়াবহ পথদুর্ঘটনা। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত হয় ৫ জনের, আহত হন প্রায় ২৬ জন। আর এই ঘটনা ঘটার পরেই রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ২৫ হাজার টাকা পরিবারকে আর্থিক সাহায্য দেবে পরিবহন দপ্তর। সেই কথা মতোই সোমবার চন্দ্রকোনা পৌরসভা সভাকক্ষে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তিদের পরিবারের হাতে দুই লক্ষ ও আহত ব্যক্তিদের পরিবার হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এদিন মৃত পাঁচজনের মধ্যে চারজন ও আহতদের ১৭ জনের তালিকার মধ্যে ১৪ জনের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। বাকিদের এখনও সঠিক তথ্য না আসায় আর্থিক সাহায্য তুলে দেওয়া যায়নি, সঠিক তথ্য চলে এলেই দ্রুত তাও দিয়ে দেওয়া হবে বলে জানান জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। অাজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক বিশ্বজিৎ মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, ঘাটালের মহকুমা শাসক পিনাকী রঞ্জন প্রধান, চন্দ্রকোনা ২ বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী, সভাপতি হীরালাল ঘোষ, বিধায়ক ছায়া দোলই, চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান অরুপ ধাড়া প্রমুখ।

Ghatal News
Exit mobile version