দাসপুর খেপুত উত্তর বাড়ে মহিলা ফুটবল
হৈচৈ ক্লাবের পরিচালনায় মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল ৯ নভেম্বর দাসপুর থানার খেপুত উত্তরবাড গ্রামেে। মহিলাদের উৎসাহ দানে এই প্রতিযোগিতা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই মহিলা ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, উপস্থিত ছিলেন সহকারী সভাপতি অাশীষ হুতাইত।
বিশদ জানতে