ঘাটাল টাউন হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে কেরিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ হল

মেদিনীপুর- ঝাড়গ্রাম
  1. ঘাটাল নিউজ ডেস্ক, ২৮ নভেম্বর, রবিবার : ঘাটাল টাউন হলে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এর উদ্যোগে ডব্লিউ বি সি এস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কেরিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ হলো।
    মহকুমা শাসক এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে এই ধরনের কেরিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ ঘাটাল মহকুমাতে এই প্রথম হল।
    পাঁচশোর বেশি স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্র ছাত্রীরা এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেন।
    মহকুমা শাসক সুমন বিশ্বাস, ডব্লিউ বি সি এস পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত বলেন।
    প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা র পাশাপাশি অপশনাল পেপার সম্বন্ধে তিনি আলোচনা করেন ।কিভাবে বাড়িতে অংক এবং ইংরেজির প্রস্তুতি নেয়া যাবে সে বিষয়ে মহকুমা শাসক বলেন।
    এই ধরনের পরীক্ষায় সাফল্যের জন্য মহকুমাশাসক ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন।
    যেকোনো চাকরির পরীক্ষায় মোটিভেশন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
    এই কাউন্সেলিং ওয়ার্কশপে ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী ডব্লিউবিসিএস বি গ্রুপে পুলিশ আধিকারিক হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে বলেন। ঘাটালের পাঁচটি ব্লকের বিডিও সহ অন্যান্য ডব্লিউ বি সি এস এক্সেকিউটিভ অফিসার রা ছিলেন এই ওয়ার্কশপে।বিডিও এবং অন্যান্য ডেপুটি ম্যাজিস্ট্রেটরা ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্বন্ধে বিস্তারিত বলেন।
    এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন আলোচিত হয়।
    এই ওয়র্কশপ ঘাটাল নিউজ সরাসরি লাইভ করে এবং লাইভ চলাকালীন অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রশ্ন র উত্তর পান।
    এই ধরনের ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা সমৃদ্ধ হয়েছেন বলে বলেন।
Ghatal News