ঘাটাল নিউজ,ওয়েব ডেস্ক :আগামী ২৮ তারিখ ভারত ব্যবসা বন্ধ কেন? এনিয়ে বিস্তারিত জানালেন কনফেডারেশন অফ্ অল ইন্ডিয়া ট্রেডার্সের (CAIT) সাধারন সম্পাদক এবং কনফেডারেশন অফ্ পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা চেম্বার অফ্ কমার্সের সম্পাদক রবিশঙ্কর রায়। ক্ষুদ্র মাঝারী ব্যবসায় ১০০ শতাংশ বিদেশী বিনিয়োগ হতে চলেছে। এ জিনিস যদি হয় ভবিষ্যতে ব্যবসায়ীদের ব্যবসা থাকবে কিনা অনিশ্চিত হওয়ার উপক্রম হবে। তারই প্রতিবাদে ২৮ তারিখ সারা ভারতবর্ষ জুড়ে কনফেডারেশন অফ্ অল ইন্ডিয়া ট্রেডার্স ব্যবসা বন্ধের ডাক দিয়েছে। অাজ দাসপুর এবং ঘাটালে ব্যবসায়ী সমিতির বার্ষিক সভায় যোগ দিয়ে রবিশংকর বাবু জানান ক্ষুদ্র মাঝারি ব্যবসায় ১০০ শতাংশ বিদেশী বিনিয়োগের দরজা খুলে দেওয়া হয়েছে এতে ভবিষ্যতে ভারতবর্ষের সাথে পশ্চিম বঙ্গের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের সংকটের মুখে তাই প্রতিবাদ স্বরুপ বন্ধ ডাকা হয়েছে ২৮ তারিখ ভারত ব্যবসা বন্ধ কেন? এনিয়ে বিস্তারিত জানালেন কনফেডারেশন অফ্ অল ইন্ডিয়া ট্রেডার্সের (CAIT) সাধারন সম্পাদক এবং কনফেডারেশন অফ্ পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা চেম্বার অফ্ কমার্সের সম্পাদক রবিশঙ্কর রায়। ক্ষুদ্র মাঝারী ব্যবসায় ১০০ শতাংশ বিদেশী বিনিয়োগ হতে চলেছে। এ জিনিস যদি হয় ভবিষ্যতে ব্যবসায়ীদের ব্যবসা থাকবে কিনা অনিশ্চিত হওয়ার উপক্রম হবে। তারই প্রতিবাদে ২৮ তারিখ সারা ভারতবর্ষ জুড়ে কনফেডারেশন অফ্ অল ইন্ডিয়া ট্রেডার্স ব্যবসা বন্ধের ডাক দিয়েছে। পশ্চিম বঙ্গ শাখা সেই ব্যবসা বন্ধের প্রচারে ফেস্টুন, ব্যানার, লিফলেট দিয়ে এর প্রচার চলছে। ২৮ তারিখ বন্ধের জন্য প্রস্তুত তবে তারই মাঝে একটি রাজনৈতিক দল বন্ধ ডেকেছে পশ্চিম বঙ্গে, সেন্ট্রাল কমিটি কি সিদ্ধান্ত নেই তাঁর দিকে তাকিয়ে অামরা। ২৮ তারিখের বন্ধের সমর্থনের সাড়া সব জায়গায় পাওয়া যাছে বলে জানান তিনি। এর অাগে ২৬ তারিখ ব্যবসায়ীরা নিজ নিজ এলাকায় মশাল মিছিল করবে প্রতিবাদ স্বরুপ। তিনি অারও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ণ সমর্থন করেন তবে পূজোর অাগে ব্যবসা বন্ধ না করার অাবেদন জানিয়েছেন। রাজনৈতিক দলের ডাকা ২৬ তারিখ বন্ধের দিন ব্যবসা খোলা না বন্ধ রাখবেন সেই বিষয়ে জানান, রাজ্য সরকার নিরাপত্তা এবং ক্ষয় ক্ষতি হলে তাঁর ক্ষতিপূরনের ব্যবস্থা করার কথা জানায় তাহলে তাঁরা ব্যবসা খোলা রাখা নিশ্চিত করবেন বলে জানান কনফেডারেশন অফ্ অল ইন্ডিয়া ট্রেডার্সের (CAIT) এর পক্ষ থেক। পশ্চিম বঙ্গ শাখাও সেই ব্যবসা বন্ধের প্রচারে ফেস্টুন, ব্যানার, লিফলেট দিয়ে তার প্রচার চালাছে। ২৮ তারিখ বন্ধ হছেই তবে তারই মাঝে একটি রাজনৈতিক দল বন্ধ ডেকেছে পশ্চিম বঙ্গে, সেন্ট্রাল কমিটি কি সিদ্ধান্ত নেই তাঁর দিকে তাকিয়ে অামরা। ২৮ তারিখের বন্ধের সমর্থনের সাড়া সব জায়গায় পাওয়া যাছে বলে জানান তিনি। এর অাগে ২৬ তারিখ ব্যবসায়ীরা নিজ নিজ এলাকায় মশাল মিছিল করবে প্রতিবাদ স্বরুপ। তিনি অারও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ণ সমর্থন করেন এই বিষয়টির তবে পশ্চিম বঙ্গে পূজোর অাগে ব্যবসা বন্ধ না করার অাবেদন জানিয়েছেন। রাজনৈতিক দলের ডাকা ২৬ তারিখ বন্ধের দিন ব্যবসা খোলা না বন্ধ রাখবেন সেই বিষয়ে জানান, রাজ্য সরকার নিরাপত্তা এবং ক্ষয় ক্ষতি হলে তাঁর ক্ষতিপূরনের ব্যবস্থা করার কথা জানায় তাহলে তাঁরা ব্যবসা খোলা রাখা নিশ্চিত করবেন বলে জানান কনফেডারেশন অফ্ অল ইন্ডিয়া ট্রেডার্সের (CAIT) সাধারন সম্পাদক এবং কনফেডারেশন অফ্ পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা চেম্বার অফ্ কমার্সের সম্পাদক রবিশঙ্কর রায়।
আগামী ২৮ সেপ্টেম্বর ব্যবসা বন্ধের ডাক সিএআইটি’র।

kolkata,IN
thunderstorm with rain
25
°
C
25
°
25
°
94 %
4.6kmh
90 %
Thu
28
°
Fri
33
°
Sat
33
°
Sun
31
°
Mon
31
°