ঘাটাল নিউজ ডেস্ক, ৩ অক্টোবর৷ : ৫৮৮৩২ ভোটে তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী ভবানীপুর বিধানসভা অাসন থেকে উপনির্বাচনে জয়ী হলেন।সকাল থেকেই তৃৃৃণমূল কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। বেলা যত গড়িয়েছে ভোটের জেতার ব্যবধান তত বেড়েছে এবং উন্মাদনা উচ্ছাস বেড়েছে।বিপুল ভোটে জয়ী হওয়ার পর অাবীর খেলে তৃণমূল কর্মীরা উল্লাসে মেতেছে ।
ভবানীপুরে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মমতা ব্যানার্জী
