দূতগতিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে, আহতরা ভর্তি হাসপাতালে

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো যাত্রী বাহী বাস। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে বৈকন্ঠপুর এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগ পাঁশকুড়া বাস উল্টে যায় নয়ন জুলিতে। আজ সন্ধ্যের সময় দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ উদ্ধার কাজে নেমে আহতদের দাসপুরে এবং গুরুতর অাহত
দের ঘাটাল হাসপাতালে পাঠায়। ঘাটাল মহকুমা হাসপাতালে ৯ জনকে নিয়ে আসলে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় পাঁচজনের আঘাত গুরুতর হওয়াই তারা ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তড়িঘড়ি বৈকন্ঠপুরে গিয়ে খোঁজ নেন আহতদের তারপর তিনি ঘাটাল মহকুমা হাসপাতালে রোগীদের সাথে কথা বলেন। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজি, পঞ্চানন মন্ডল, প্রাক্তন বিধায়ক শংকর দোলই গুরুতর আহতদের সাথে কথা বলেন। ঘাটালের বিধায়ক শীতলক কপাট হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলে জানান এই দুর্ঘটনার জন্য ঘাটাল পাঁশকুড়া রাস্তা দায়ী। ঘাটাল পাঁশকুড়া রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ হচ্ছে। রাস্তা খারাপের জন্য এই দুর্ঘটনা ঘটেছে এর জন্যে রাজ্য সরকারকে দায়ী করেছেন বিধায়ক শীতল কপাট

Ghatal News