পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ভারত জাকাত মাঝি সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে পথ অবরোধ

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক, ২৪ সেপ্টেম্বর : ভারত জাকাত মাঝি সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে পথ অবরোধ চলছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। দশ দফা দাবি নিয়ে আদিবাসী সম্প্রদায় ‘ভারত জাকাত মাঝি পারগাণা মহল’-এর ডাকা অনির্দিষ্ট কালের অবরোধ শুরু হয়েছে। রাজ্যের বেশ কিছু স্কুলে ইতিমধ্যেই সাঁওতালি ভাষা ও অলচিকি হরফে পঠনপাঠন শুরু হয়েছে। ২০১৮ বর্ষে প্রথমবার মাধ্যমিক স্তরে পরীক্ষাও হয়েছে। তবে অবিলম্বে সাঁওতালি মাধ্যমে গেজেট নোটিফিকেশন ও পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষা পর্ষদ গঠন , আদিবাসী এলাকায় আদিবাসী সরকারী কর্মচারীদের অগ্রাধিকারের ভিত্তিতে বহাল , আদিবাসী শিক্ষক, ডাক্তার , সরকারী কর্মচারীদের প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার সহ দশ দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের এই অবরোধ চলবে বলেই জানিয়েছেন ভারত জাকাত মাঝি পারগাণা মহলের জেলা সম্পাদক । আজকের এই অবরোধ ঘিরে ইতিমধ্যেই বিপর্যস্ত জনজীবন। ভারত জাকাত মাঝি পরগনার দাবী হল সাঁওতালী ভাষা জানা অলচিকি জানা বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে। সরকারী অাদেশ মতো ইছুক সমস্ত শিক্ষককে সাঁওতালি মাধ্যমে স্কুলে অানতে হবে। সমস্ত বই সরবরাহ এবং পরিকাঠামো গড়ে তুলতে হবে। অ অাদিবাসীদের অাদিবাসী সার্টিফিকেট বাতিল করতে হবে এবং সংরক্ষিত অাসনে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। অাদিবাসী শিক্ষকদের রাজনৈতিক বদলি বন্ধ করতে হবে। সংবিধানে উল্লেখিত পঞ্চম তপশীলি অাইন চালু করার দাবীতে পথ অবরোধ চলছে। রাজ্য সড়কে অবরোধ হওয়াই মেচোগ্রাম, বালিচক, ক্ষীরপাই, শালবনীতে অাটকে পড়েছে বাস। ক্ষেমাশুলিতে অবরোধ হওয়াই অাটকে পড়েছে ট্রেন। ঘাটশিলা এক্সপ্রেস অবরোধে অাটকে। খড়গপুর বালেশ্বর অবরোধে ট্রেন রুট স্তব্ধ
। ছাড় দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স, দুগ্ধ পরিবহনকারী গাড়ি সহ জরুরী পরিষেবাকারী যান গুলিকে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশও।

Ghatal News

Leave a Reply