তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘাটালে বিজেপিতে যোগদান করল

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ভোট এখনো অনেক বাকি কিন্তু দলবদল অব্যাহত ঘাটালের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিজেপিতে যোগদান সোমবার ঘাটাল টাউন হলে ঘাটাল বিধানসভা বিজেপির উদ্যোগে শশক্তি করুন ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয় ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট বিজেপি নেতৃত্ব অমূল্য মাইতি সহ ঘাটাল বিধানসভা এলাকার সমস্ত মন্ডল সভাপতি বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা বক্তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখেনি ২৬ এর ভোটকে সামনে রেখে শুধু তাই নয় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরা হয় বক্তব্যে এরপরই সেই মঞ্চে ঘাটালের মনসুকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা যোগদান করেন তাছাড়াও ওই এলাকাসহ খরার এলাকা থেকেও সিপিআইএম ও তৃণমূল ছেড়ে বেশ কিছু জন যোগদান করেন শুভেন্দু বলেন বাংলায় উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে তাই মোদিজীর উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে যোগদান করেন কারণ শুধু তাই নয় তিনি অভিযোগ করেন ঘাটাল মহকুমা রাস্তাঘাটে উন্নয়ন কিছু হয়নি এবং সেই খাতের টাকায় দুর্নীতি করেছে তৃণমূল সেই কারণেই তিনি যোগদান করেছেন বলে জানান। ঘাটাল বিধায়ক বলেন এটাতো শুধু ট্রেলার।আগষ্ট মাসের মধ্যে অনেক পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, নেতা কর্মীরা যোগদান করবেন।এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন আগে শুভেন্দু বিজেপিতেই ছিলেন ভোটের আগে তৃণমূলে আসে তাকে টিকিট দিয়ে জয়ী হয়।তারপর থেকে বিভিন্ন বায়না করে। কখনও চাকরি বা অন্যকিছু।তবে চলে যাওয়া তৃণমূলের ক্ষতি হবে না বলে তিনি বলে।
কুমারেশ রায়ের রিপোর্ট তারা নিউজ পশ্চিম মেদিনীপুর

Ghatal News