Site icon Ghatal News

বিদ্যাসাগর ২০০ তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে বিধবা মহিলাদের কম্বল বিতরণ

বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে দুস্থ বিধবা মহিলাদের কম্বল প্রদান করা হলো মঙ্গলবার। এর আগে ঘাটাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে বিদ্যাসাগরের মূর্তি তে মাল্যদান করেন উদযাপন কমিটির সদস্যরা। এরপর বীরসিংহ গ্রামে বাইক রেলী করে যান উদযাপন কমিটির সদস্যরা।
বিদ্যাসাগরের জীবন ও দর্শনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক পলাশ সিংহ রায় ।অনুষ্ঠানে ছিলেন উদযাপন কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক অরুন পাল, বঙ্গীয় সাক্ষরতার প্রসার সমিতির তরফে সুবল ঘড়ুই এবং রাজিব মহাপাত্র।
আলোচনা সভায় পলাশ সিংহ রায় বলেন ,তৎকালীন সমাজ ব্যবস্থায় অচলায়তন এবং কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করেছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর বলেছিলেন ,সমাজের অর্ধেক অংশ নারী ,তাই মহিলাদের উন্নয়ন জরুরী প্রয়োজন । তিনি বুঝেছিলেন সমাজে মহিলাদের উন্নয়ন না করলে ,কুসংস্কার দূর না করলে সমাজের উন্নতি হবে না ।তিনি বিজ্ঞান ভিত্তিক পাঠক্রম এর সূচনা করেছিলেন।তিনি সংস্কৃত শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষার ওপর জোর দেন।

Ghatal News
Exit mobile version