খড়গপুরে গড়ে উঠতে চলেছে সাইকেল হাব জানালেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক ,১৭ মে : খড়্গপুরে গড়ে উঠতে চলেছে সাইকেল হাব | মঙ্গলবার মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি ভবনে প্রশাসনিক সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেন | এদিনের সভায় উপস্থিত ছিলেন বাংলায় সাইকেল কারখানা ও অনুসারী শিল্প করতে আগ্রহী ৫ শিল্পোদ্যোগী | তাঁরা জানান , তাঁরা দীর্ঘিদিন ধরেই যন্ত্রাংশ তৈরী শিল্পের সঙ্গে যুক্ত আছেন | এবছরের শিল্প সম্মেলনে তাঁরা একটি প্রস্তাব দিয়েছিলেন | মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে কয়েকদফায় আলোচনাও হয়েছে তাঁদের | মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁদের এদিনের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয় | তাঁরা এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান |

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন বহুদিন আগে আসানসোলে সাইকেল তৈরির কারখানা ছিল | সেটা বন্ধ হয়ে যাওয়ায় একটা আক্ষেপ ছিল |
মুখ্যমন্ত্রী বলে চলেন , প্রতি বছরে সবুজ সাথী প্রকল্পে রাজ্যে ১০ থেকে ১২ লক্ষ সাইকেল বিলি করা হয় | এর সবটাই ভিন রাজ্য থেকে আনা হয় | এরফলে প্রতি বছর ৪০০ থেকে ৫০০ কোটি টাকা ভিন রাজ্যে চলে যাচ্ছে | যদি বাংলাতেই সাইকেল কারখানা গড়ে ওঠে তবে একদিকে যেমন উৎপাদনকারী শিল্প সংস্থার লাভ , তাদের সব সাইকেলই কিনে নেবে রাজ্য সরকার আর রাজ্য সরকারকে ভিন রাজ্য থেকে সাইকেল আনার জন্য পরিবহন খরচ বাঁচবে | সারা দেশের মধ্যে এই রাজ্য সবথেকে বেশি স্কুল পড়ুয়াকে সাইকেল বিলি করেছে |

সাইকেল কারখানা গড়ে তুলতে ২০০ কোটি টাকা বিনিয়োগ হবে | খড়্গপুরে রয়েছে বিদ্যাসাগর শিল্প তালুক | এখানে অনেক শিল্প গড়ে উঠেছে | এখানে ৩৪ একর জমিতে গড়ে উঠবে সাইকেল কারখানা | এর পাশাপাশি কিছু অনুসারী শিল্প গড়ে উঠবে | আইটিআই ও পলিটেকনিক পাশ করা বহু ছেলে মেয়ে এসব কারখানায় কাজ পাবেন | কর্মসংস্থানের নতুন দিশা খুলে দেবে এই সাইকেল পার্ক |

মুখ্যমন্ত্রী মুখ্যসচিব ও জেলা শাসককে নির্দেশ দেন জমি সহ যে কোনো রকম সমস্যায় তাঁদের পাশে থেকে সবরকমের সাহায্য করতে হবে | পুলিশ সুপারকে নির্দেশ দেন , কেউ যাতে তাঁদের বিরক্ত না করে তা দেখতে হবে |
খড়্গপুরের বিধায়ক দীনেন রায়ের উদ্দেশ্যে বলেন , চাকরি চাই বলে কারখানার গেটে চলে যাবেন না |
খড়্গপুরে এই ধরনের সাইকেল কারখানা গড়ে উঠতে চলেছে এতে তিনি যে খুব খুশি তা বার বার শিল্পোদ্যোগী দের জানান মুখ্যমন্ত্রী | তাঁদের ধন্যবাদ জানান |

Ghatal News